সাতকাহন২৪.কম ডেস্ক
তৈলাক্ত ত্বক মানেই ব্রণ, লোমকূপ বন্ধ হওয়া, মলিনতা ইত্যাদির সমস্যা। তবে সঠিক উপায়ে যত্ন নিলে তৈলাক্ত ত্বকও থাকে স্বাস্থ্যকর ও প্রাণবন্ত। এই ধরনের ত্বকের যত্নে কিছু ধাপ জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
মুখ ধোয়া
যেকোনো ত্বকের ক্ষেত্রেই নিয়মিত পরিষ্কার রাখা একটি বড় বিষয়। তবে তৈলাক্ত ত্বকের ঝামেলাটা যেহেতু একটু বেশি, তাই একটি ভালো ক্লিনজার দিয়ে দিনে অন্তত দুই থেকে তিন বার মুখ ধোন। এতে ত্বকের তৈলাক্তভাব কমবে এবং লোমকূপও পরিষ্কার থাকবে।
টোনার ব্যবহার করুন
মুখ ধোয়ার পর টোনার ব্যবহার করুন। এতে ত্বকের পিএইচের ভারসাম্য ঠিকঠাক থাকবে। এই ক্ষেত্রে নায়াসিনামাইড, হ্যাজেল, আলফা হাইড্রোক্সি এসিড সম্বৃদ্ধ টোনার ব্যবহার করতে পারেন।
ময়েশ্চারাইজার ব্যবহার করুন
অনেকেই মনে করেন, তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহারের প্রয়োজন নেই। তবে এই ক্ষেত্রেও ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি। সাধারণত তৈলাক্ত ত্বকের মানুষ যেই ধরনের সৌন্দর্য পণ্য ব্যবহার করে, তা ওয়েল ফ্রি হয়। এগুলো বেশি ব্যবহারের কারণে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে। তাই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
মৃতকোষ দূর করা
ত্বকের মৃতকোষ না পরিষ্কার করা ব্রণ হওয়ার একটি অন্যতম কারণ হতে পারে। তাই সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার মৃতকোষ দূর বা এক্সফোলিয়েশন করা জরুরি।
ব্লোটিং পেপার বা চুষ কাগজের ব্যবহার
ত্বকের তৈলাক্তভাব দূর করতে ব্লোটিং পেপার বা চুষ কাগজ ব্যবহার করতে পারেন। বাজারে এখন এই পন্যটি পাওয়া যায়। এটি সঙ্গে থাকলে ত্বকের বেশি তৈলাক্ত অংশগুলোতে চাপ দিয়ে দিয়ে তেল সরিয়ে নিতে পারবেন।