সাতকাহন২৪.কম ডেস্ক
গরমে ডিওডরেন্ট বা পারফিউম মেখে বেশিক্ষণ ঘামের দুর্গন্ধ থেকে রেহাই মেলে না। কিছু ঘরোয়া উপায় রয়েছে যেগুলো দীর্ঘ সময় ঘামের দুর্গন্ধ কমাতে কাজে দেয়। তবে এর আগে জানা ভালো কেন এই সমস্যা হয়। ঘামের সময় ব্যাকটেরিয়া আমাদের দেহের উপরিভাগে থেকে প্রোটিনকে ভাঙে এবং কিছু এসিড নিঃসরণ করে। এ কারণেই ঘামে দুর্গন্ধ হয়।
অ্যাপেল সিডার ভিনেগার
এক কাপ অ্যাপেল সিডার ভিনেগারের ভেতর আধা কাপ পানি মেশান। একটি স্প্রে বোতলে রেখে দিন। প্রতি রাতে ঘুমের আগে এটি স্প্রে করুন। সকালে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আলু
আলু কেটে ৩০ মিনিট বোগলে ঘষুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে দুর্গন্ধ কমবে।
বেকিং সোডা ও লেবু
দুই টেবিল চামচ বেকিং সোডার মধ্যে এক টেবিল চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি বোগলে ১০ মিনিট মাখুন। এরপর ধুয়ে ফেলুন।