Thursday, December 12, 2024
spot_img
Homeঅন্যান্যগরমে আরামের কুর্তি 'কে ক্র্যাফট'- এ

গরমে আরামের কুর্তি ‘কে ক্র্যাফট’- এ

সাতকাহন২৪.কম ডেস্ক
অস্বস্তিকর গরমে কোন পোশাকটি বেছে নেওয়া যায়, তা নিয়ে ভাবনা থেকেই যায়। গ্রীষ্মপ্রধান আমাদের দেশে তীব্র গরমে স্মার্ট লুকের পাশাপাশি আরাম বা স্বস্তিতে থাকা যাবে এমন পোশাকই হওয়া চাই।

আর ঠিকঠিকমতো এমন পোশাক বেছে নিতে পারলে অফিস কিংবা ক্যাম্পাস- যেকোনো জায়গায় নিয়মিত পরা যায়। আর এ ক্ষেত্রে কুর্তি বা টপ হতে পারে অসাধারণ পছন্দ। আরামদায়ক হওয়ার পাশাপাশি স্টাইলিশ লুকের জন্য কিশোরী থেকে তরুণী- সবার কাছে কুর্তি এখন বেশ জনপ্রিয়।

গরমে ভীষণভাবে আরাম দেবে এ ধরনের কুর্তি পাওয়া যাচ্ছে কে ক্র্যাফট-এ। একইসঙ্গে ফ্যাশনেবল ও বহুমাত্রিক চিন্তায় কে ক্র্যাফট নিয়ে এসেছে মানানসই নতুন ডিজাইনের কুর্তি ও টপ। উইভিং ডিজাইনের কটন, ক্রেপ সিল্ক, জর্জেট, লিনেন, ডুয়েল টোনের কাপড়ে ফ্লোরাল, জিওমেট্রিক, পেসলে, ট্রাইবাল, এথনিক মোটিফের সুনিপুণ ব্যবহার হয়েছে এসব দৃষ্টি নন্দন কুর্তি ও টপসে।

ছবি : কে ক্র্যাফট
ছবি : কে ক্র্যাফট

গলায়, হাতা অথবা বটম লাইনে থাকছে বৈচিত্র্য। স্ট্রেইট, এ-লাইন, ফ্লেয়ার্ড প্যাটার্ন-এর লং ও শর্ট কুর্তিতে মিডিয়া হিসেবে রয়েছে এমব্রয়ডারি। এ ছাড়া বেশি ভারি নয়, এমন ধরনের কুর্তিও রয়েছে, যা স্বাচ্ছন্দে বেছে নিতে পারেন ক্রেতারা। আর রঙের কথা ভাবতে গেলে লাইট শেডের মধ্যে সি-গ্রিন, স্যালমন, ব্রিক রেড, অনিয়ন রেড, ইয়েলো, পাওডার পিঙ্ক, মউভ পিঙ্ক, কোরাল পিঙ্ক, হোয়াইট, ব্রাউন ছাড়াও চকোলেট, মেরুন রঙ থেকে বেছে নেওয়া যেতে পারে।

ছবি : কে ক্র্যাফট
ছবি : কে ক্র্যাফট

আরামদায়ক, ফ্যাশনেবল ও সাধ্যের মধ্যে থাকছে নতুন ডিজাইনের এসব কুর্তি ও টপ। মিলবে ১ হাজার ৪০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়। ইতিমধ্যে নতুন এসব কালেকশন কে ক্র্যাফটের প্রতিটি শো-রুমে পৌঁছে গেছে। এ ছাড়াও অনলাইন শপ www.kaykraft.com থেকে অর্ডার করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments