সাতকাহন২৪.কম
বছর শেষে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফট দিচ্ছে ৫০ শতাংশ র্পযন্ত মূল্যছাড়। প্রতিটি আউটলেটেই রয়েছে ঋতু উপযোগী দারুণ সব পোশাকের বিশাল সংগ্রহ। রুচিশীল, ঘরোয়া ও উৎসবভিত্তিক বৈচিত্রময় আয়োজন থেকে বেছে নিতে পারেন পছন্দের পোশাক এবং উপভোগ করতে পারেন বিশেষ ছাড়।
মেয়েদের পোশাকের বিশাল সংগ্রহে থাকছে- সালোয়ার কামিজ, শাড়ি, টপস, টিউনিক, কটি, শার্ট, টপস- স্কার্ট, টি-শার্ট ও অন্যান্য অনুসঙ্গ। ছেলেদের জন্য ক্যাজুয়াল শার্ট, পলো, টি-শার্ট, ডেনিম জিন্স, কটি ছাড়াও রয়েছে রেগুলার ও ফিটেড পাঞ্জাবী। কিডস কর্নারে থাকছে ছোটদের জন্য সকল ধরনের পোশাক। এ ছাড়া ছেলে ও মেয়ে উভয়ের জন্য শাল ও অন্যান্য শীত উপযোগী পোশাকতো থাকছেই। পোশাক ছাড়াও থাকছে স্কুল-কলেজ, অফিস ও নানা প্রয়োজনে ব্যবহার উপযোগী ব্যাগ ও ব্যাকপ্যাক।
কে ক্র্যাফট এর সকল শো-রুম থেকেই বিশেষ ছাড়ে কেনাকাটার সুবিধা পাবেন। ঘরে বসে মূল্য ছাড়ে পোশাকসহ যে কোন পণ্য অর্ডার করতে পারেন অনলাইন স্টোর kaykraft.com থেকে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা রয়েছে।