Wednesday, March 19, 2025
spot_img
Homeঅন্যান্যকে ক্র্যাফটে বছর শেষের মেগা সেল

কে ক্র্যাফটে বছর শেষের মেগা সেল

সাতকাহন২৪.কম

বছর শেষে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফট দিচ্ছে ৫০ শতাংশ র্পযন্ত মূল্যছাড়। প্রতিটি আউটলেটেই রয়েছে ঋতু উপযোগী দারুণ সব পোশাকের বিশাল সংগ্রহ। রুচিশীল, ঘরোয়া ও উৎসবভিত্তিক বৈচিত্রময় আয়োজন থেকে বেছে নিতে পারেন পছন্দের পোশাক এবং উপভোগ করতে পারেন বিশেষ ছাড়।

মেয়েদের পোশাকের বিশাল সংগ্রহে থাকছে- সালোয়ার কামিজ, শাড়ি, টপস, টিউনিক, কটি, শার্ট, টপস- স্কার্ট, টি-শার্ট ও অন্যান্য অনুসঙ্গ। ছেলেদের জন্য ক্যাজুয়াল শার্ট, পলো, টি-শার্ট, ডেনিম জিন্স, কটি ছাড়াও রয়েছে রেগুলার ও ফিটেড পাঞ্জাবী। কিডস কর্নারে থাকছে ছোটদের জন্য সকল ধরনের পোশাক। এ ছাড়া ছেলে ও মেয়ে উভয়ের জন্য শাল ও অন্যান্য শীত উপযোগী পোশাকতো থাকছেই। পোশাক ছাড়াও থাকছে স্কুল-কলেজ, অফিস ও নানা প্রয়োজনে ব্যবহার উপযোগী ব্যাগ ও ব্যাকপ্যাক।

কে ক্র্যাফট এর সকল শো-রুম থেকেই বিশেষ ছাড়ে কেনাকাটার সুবিধা পাবেন। ঘরে বসে মূল্য ছাড়ে পোশাকসহ যে কোন পণ্য অর্ডার করতে পারেন অনলাইন স্টোর kaykraft.com থেকে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments