সাতকাহন২৪কম ডেস্ক
ছোটবেলা যাকে পেতেন, তাকেই ধরে সাজাতে শুরু করতেন মাহমুদা জাবেদ ছায়া। সাজটা এতোই পছন্দের বিষয় ছিলো তাঁর। তবে কখনো ভাবেননি একে পেশা হিসেবে নেবেন। সন্তান যখন বিদেশে লেখাপড়ার জন্য চলে যায়, তখন খুব একা লাগতে শুরু করে। এরপর স্বামীর পরামর্শে নিজের ছোটবেলার পছন্দের কাজটি পেশা হিসেবে বেছে নেন।
দেশের বাইরে মেকআপের কোর্স শিখতে যান তিনি। তবে শিখে আসার পরও মনে হয়েছে বাংলাদেশের সাজের সঙ্গে সেটা যাচ্ছে না। এ জন্য আবার উজ্জ্বলায় মেকআপ কোর্স করা শুরু করেন। বর্তমানে দুটো স্যালন রয়েছে তাঁর। উজ্জ্বলার অ্যাসিসটেন্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন। মাসে আয় করছেন প্রায় এক থেকে দেড় লাখ টাকা। আজ তিনি হয়েছেন সফল একজন উদ্যোক্তা। জানান, উজ্জ্বলায় আমি প্রথম ব্যাচের ছাত্রী ছিলাম। আমার মনে হয়েছে মেকআপ শেখার যে কমতি রয়েছে সেটা উজ্জ্বলা থেকে সম্পূর্ণ শিখতে পারবো। এ জন্যই উজ্জ্বলায় ভর্তি হওয়া।
কোন ত্বকে কোন মেকআপ মানাবে, কোন বয়সে কোন মেকআপ ব্যবহার করতে হবে- সব খুঁটিনাঁটি খুব ভালোভাবে উজ্জ্বলার কাছ থেকে শিখেছি। আমার একটা পার্লার রয়েছে ঢাকার ইসলামপুরে, আরেকটি দোহার নবাব গঞ্জে। দুটো জায়গা থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি- আনন্দের সঙ্গে বলছিলেন তিনি।
যদি কখনো ভেঙে পড়ি, উজ্জ্বলার কথা মনে করি। উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন আপার প্রতিটি কথা আমাকে প্রেরণা জোগায়। তখন মনে হয় আমি একজন উজ্জ্বলা। আমি কেন হার মানার দলে থাকবো? তখন শক্তি পাই। একটা সময় আমি নিজেকে উপস্থাপন করতে পারতাম না। উজ্জ্বলা আমাকে বড় বড় ফ্যাশন শো-তে কাজ করার সুযোগ দিয়েছে। অন্যদের কাছে নিজের কাজ উস্থাপন করতে পেরেছি। আমাদের শুধু কাজ জানলেই হবে না। নিজেকেও সবার সামনে গ্রহণযোগ্য করে তুলতে হবে- এমনটাই মতামত তাঁর।
উজ্জ্বলা আন্তর্জাতিক মানের কাজ শেখায় জানিয়ে মাহমুদা জাবেদ ছায়া বলেন, ‘বেসিক, অ্যাডভান্স দুই ধরনের ক্লাসই আলাদা আলাদা হয় এখানে। আমার মনে হয়েছে কোনো সমস্যা নিয়ে উজ্জ্বলায় গেলে সেটা সহজেই সমাধান হয়ে যায়। একজন নারীকে কীভাবে সঠিক পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়, সেটা উজ্জ্বলা খুব ভালোভাবে জানে। এখানে আসলে কাজের ক্ষেত্রে সাহস বাড়ে।’
ভবিষ্যতে নারী উদ্যোক্তা হিসেবে আরো প্রতিষ্ঠিত হতে চান তিনি। উজ্জ্বলার সঙ্গে থেকে এভাবেই প্রশিক্ষণের কাজটি চালিয়ে যাবেন এমনটা আশা তাঁর।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৪৯তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭