Thursday, December 12, 2024
spot_img
Homeজীবনের খুঁটিনাটিএই তিন বিষয় সম্পর্ক নষ্ট করে

এই তিন বিষয় সম্পর্ক নষ্ট করে

সাতকাহন২৪.কম ডেস্ক

সম্পর্কে চাওয়া-পাওয়া থাকবেই। তবে এই বিষয়টি অতিরিক্ত হলে বা অবাস্তব হলে পারস্পরিক বোঝাপড়া নষ্ট হওয়ার আশঙ্কাই বেশি। সম্পর্কের অবনতি হতে পারে, এমন গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের কথা জানিয়েছে ইউটিউব চ্যানেল হলিস্টিক থেরাপিস্ট গায়োত্রি। চলুন জানি-

  •  সঙ্গী সুখের উৎস, এই কথা ভাবতে যাবেন না। আমাদের বুঝতে হবে আনন্দ আসলে নিজের ভেতরের বিষয়। অন্য কারো কাছ থেকে সেটি আশা না করাই ভালো। আপনাকে খুশি করার জন্য সবসময় অন্য মানুষকে চাপ দিতে থাকলে নিজের আনন্দ তো মাটি হবেই সম্পর্কেরও অবনতি ঘটবে।
  • সঙ্গী সবসময় আপনার মন বুঝবে এই আশাও না করা ভালো। আপনি কিছু বলবেন না, তবে সঙ্গী মনের সব কথা বুঝে যাবে, এই ভাবনাটি অবাস্তব। নিজের প্রয়োজনগুলো শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে জানান এবং সারাক্ষণ অভিযোগের সুরে কথা বলা বন্ধ করুন। না হলে সম্পর্কের সুতো ছিঁড়তে বাধ্য।
  • সঙ্গীকে পারসোনাল স্পেস বা তার ব্যক্তিগত সময় না দেওয়া সম্পর্ক অবনতির অন্যতম আরেকটি কারণ। প্রত্যেক মানুষেরই একটি নিজস্ব সময়ের প্রয়োজন পড়ে। সঙ্গী বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাইলে বা একলা নিজের সঙ্গে সময় কাটাতে চাইলে সেটি করতে দিন। সবসময় আঠার মতো লেগে থাকবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments