সাতকাহন২৪.কম
মেকআপের প্রতি ছোটবেলা থেকে আগ্রহ ছিলো তাঁর। তবে ছেলে হয়ে মেয়েদের কাজ করবে- এ নিয়ে অনেক প্রতিবন্ধকতা পার করতে হতো। সব প্রতিবন্ধকতা পার করে, উজ্জ্বলা থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি আজ বিউটি আর্টিস্ট হয়েছেন। ফ্রিল্যান্সিং কাজ করছেন বেশ ভালোভাবে। যারা একসময় তাকে শেখাতেই চাইতো না, তারাই এখন তাঁর কাছ থেকে শিখতে চায়। যার কথা বলছি তিনি প্রান্ত সরকার। কুমিল্লার এই ছেলেটি পার করেছে অনেক প্রতিবন্ধকতা, কিন্তু থেমে যায়নি। মেকআপ আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। উজ্জ্বলা তার জীবনের মোড় কীভাবে বদলে দিয়েছে সেই গল্পই শুনবো।
ছেলে হওয়ার কারণে কোথাও শেখাতে চাইতো না
এইচএসসি পাশ করার পর ভাবলাম বিউটি সেকটর নিয়ে কিছু করা যায়। তখন এ বিষয়ে নিজে নিজে পড়াশোনা করতে থাকি। এরপর একজন আপু উজ্জ্বলার খোঁজ দেয়, সেখান থেকে বিউটি কোর্স শেষ করি। এর আগে কয়েকটি জায়গায় কোর্স করার জন্য যোগাযোগ করি। কিন্তু ছেলে বলে কেউ শেখাতে চাইতো না। একমাত্র উজ্জ্বলাই শিখিয়েছে। উজ্জ্বলা নারী-পুরুষ ভেদাভেদ করে না। সবাইকেই শিক্ষার্থী মনে করে।
এলাকার মানুষ সমালোচনা করতো
মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য আমার পরিবারের লোকেরা সহযোগিতা করেছে। তবে এলাকার মানুষ সমালোচনা করতো। ছেলে হয়ে মেয়েদের কাজ কেন করবে এ নিয়ে কথা বলতো। তবে উজ্জ্বলা আমাকে সব প্রতিবন্ধকতা, বাধা পেরোতে সাহস জুগিয়েছে। তাদের জন্যই আজ এই সেকটরে কাজ করতে পারছি। স্বাবলম্বী হতে পেরেছি। যারা আমাকে শেখাতে চাইতো না, তারাই আমাকে এখন প্রশিক্ষক হিসেবে ডাকে।
উজ্জ্বলার শিক্ষকরা বন্ধুর মতো
উজ্জ্বলার শিক্ষকরা আমার সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করতো। অনেক মেয়েদের মাঝে আমাকে গুরুত্ব দিয়ে শেখাতো। এই বিষয়টি খুব ভালো লেগেছে। কখনো হীনমন্য বোধ করতে দেয়নি। তারা বলতো, আন্তর্জাতিক বাজারে কাজ করতে হলে ছেলেদেরও বিউটি আর্টিস্ট হতে হবে। আই লুক ও ব্রাইডাল লুকের ক্লাসগুলো খুব ভালো লেগেছিলো। খুব সুন্দর করে ক্লাসে শিক্ষকরা বুঝিয়ে দিতেন এবং পরীক্ষাও নিতেন। উজ্জ্বলার পক্ষ থেকে ‘অদম্য উজ্জ্বলা’ হিসেবে সম্মাননা পেয়েছি আমি। সেটা আমার কাছে বেশ অন্যরকম একটা অনুভূতি। এটা খুব স্মরণীয় একটা দিন।
উজ্জ্বলার খরচ কম
অন্যান্য বিউটি প্রশিক্ষণ কেন্দ্র গুলো থেকে উজ্জ্বলায় খরচ কম। আর ধীরে ধীরেও সেই টাকা পরিশোধ করা যায়। এটা খুব সুবিধাজনক। উজ্জ্বলা সব কিছুতেই বেশ হেল্পফুল। ভবিষ্যতে বাংলাদেশের টপ মেকআপ আর্টিস্ট হতে চাই। উজ্জ্বলার সঙ্গে থেকে কাজ করতে চাই।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৪৩তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭