Thursday, December 12, 2024
spot_img
Homeঅন্যান্যঈদে রঙ বাংলাদেশ-এর পণ্যে ৫০% মূল্যছাড়

ঈদে রঙ বাংলাদেশ-এর পণ্যে ৫০% মূল্যছাড়

সাতকাহন২৪.কম ডেস্ক

উৎসবের আনন্দে ঈদ উদযাপিত হয় সব সময়েই। সেই আনন্দে অনন্য মাত্রা যোগ করে নতুন পোশাক। কোরবানির পশু কেনায় ব্যস্ত সময় পার করলেও ঈদের বন্ধে নতুন পোশাক পরে আনন্দ উদযাপন করা আমাদের ঈদ উৎসবের অংশই হয়ে গেছে।

কোরবানির ঈদ যেহেতু আমাদের ত্যাগের মহিমায় উদযাপিত হয়, তাই পোশাকেও সেই ভাবটা থাকা প্রয়োজন। আর এ কথা মাথায় রেখেই দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ এবারের ঈদ উল আযহাতে নিয়ে এসেছে সকলের জন্যে ঈদ উপযোগী পোশাক।

 ছবি : রঙ বাংলাদেশ

ছবি : রঙ বাংলাদেশ

রঙ বাংলাদেশ সব সময়েই সময়, স্থান, কাল, পাত্র বিবেচনায় পোশাক তৈরি করে। ঈদ আয়োজনের পোশাকে এবার থাকছে শাড়ি, ব্লাউজ, কামিজ, ফ্রক, সালোয়ার কামিজ (থ্রি পিস), টপস, টিউনিক, পাঞ্জাবি, পায়জামা, শার্ট, টি-শার্ট। এ ছাড়াও রয়েছে বিভিন্ন প্রকার ব্যাগ, সিরামিক মগ, উত্তরীও। পোশাকের সঙ্গে রয়েছে মানানসই বিভিন্ন প্রকার মেটাল ও কাঠের তৈরি জুয়েলারি।

থিমভিত্তিক কালেকশনের পোশাক রঙ বাংলাদেশের বৈশিষ্ট্য। মূল থিম ক্লাসিক্যাল ফোর উপাদান ব্যবহার করা হয়েছে প্রতিটি পোশাকের মধ্যেই। তবে যেহেতু গ্রীষ্মকাল শেষে বর্ষার প্রারম্ভে ঈদ, তাই পোশাক ডিজাইনে সচেতনভাবেই রাখা রয়েছে ফোর এলিমেন্টসের ওয়াটার বা পানি থিম। পাশাপাশি আলপনা ও জিওমেট্রিক থিমেও পোশাক ডিজাইন করা হয়েছে, যা এনেছে আলাদা বৈচিত্র্যময়তা।

পোশাক তৈরিতে ব্যবহার হয়েছে উন্নতমানের কটন, স্লাব কটন, লিলেন, হাফ সিল্ক, জরজেট ফেব্রিক্সের বিভিন্ন কম্বিনেশন এবং সেই সঙ্গে ভ্যালু এড করা হয়েছে বিভিন্ন প্রকার স্কিনপ্রিন্ট, ব্লক প্রিন্ট, কারচুপি, এম্বয়ডারি, প্যাচওয়ার্ক ও কাট অ্যান্ড স্যু এর মাধ্যমে। ক্রেতাসাধারণের জন্যে সেলাইবিহীন থ্রিপিস রয়েছে। পাশাপাশি শাড়ির সঙ্গে প্রয়োজনীয় অনুষঙ্গ ব্লাউজ বা পেটিকোট তৈরি করেও নিতে পারবেন রঙ বাংলাদেশ- এর যেকোনো আউটলেট থেকে।

 ছবি : রঙ বাংলাদেশ

ছবি : রঙ বাংলাদেশ

এই সময়ে ঈদ বাজেটে স্বস্তি আনতে রয়েছে বিশেষ অফারও, নির্দিষ্ট বৈচিত্র্যময় পণ্যে ৫০% মূল্যছাড় । এ ছাড়াও রয়েছে রঙস্বজন মেম্বারশিপ কার্ডে সকল পণ্যে শর্তহীন ১৫% মূল্যছাড়।

রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাহিরের ২০টি আউটলেটেই পাওয়া যাবে ঈদ উল আযহা সংগ্রহ। ভিড় এড়িয়ে ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh. যেকোন প্রয়োজনে ফোন / হোয়াটসঅ্যাপে রয়েছে সাহায্যকারী 01777744344 এবং 01799998877 নম্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments