সাতকাহন২৪.কম ডেস্ক
এবারের রমজানের ঈদকে সামনে রেখে ফেসিয়ালে ছাড় দিচ্ছে বিউটি স্যালন ‘প্রিটি লেডি বাই সোনিয়া খান’। এখান থেকে ফেসিয়াল করা যাবে মাত্র ৪৯৯ টাকায়। এই অফার চলবে ২৯ মার্চ পর্যন্ত।
প্রিটি লেডি বাই সোনিয়া খানের কর্ণধার, রূপবিশেষজ্ঞ সোনিয়া খান জানান, ঈদ উপলক্ষে আমাদের অনেকগুলো অফার চলছে। ২৭ মার্চ পর্যন্ত হেয়ার কাটের ওপর অফার ছিল। মাত্র ৯৯ টাকায় আমরা চুল কাটিয়েছি। আর এখনকার অফারটি চলছে ফেসিয়ালের ওপর।
প্রিটি লেডি বাই সোনিয়া খান সবসময়ই চেষ্টা করে ক্লাইন্টদের চাহিদা অনুযায়ী সেবা দিতে জানিয়ে সোনিয়া খান বলেন, ‘ক্লাইন্টদের সন্তুষ্টিতেই আমাদের সন্তুষ্টি। নির্দিষ্ট এই অফারগুলোর বাইরেও বিভিন্ন সেবাতে আমাদের বিশেষ মূল্যছাড় রয়েছে। ক্লাইন্টরা সেগুলো যেকোনো সময় নিতে পারেন।’
প্রিটি লেডি বাই সোনিয়া খানের ঠিকানা :
House-43, Road-6, Block-c, Niketon, GULSHAN, Dhaka, Bangladesh ; 01671-719149