সাতকাহন২৪.কম ডেস্ক
কমেডি-হরর মুভি ‘স্ত্রী ২’ দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ১৫ আগস্ট, মুক্তির দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত বক্স অফিসে ভারতীয় মুদ্রায় প্রায় ছয় কোটি টাকা আয় করে রেকর্ড গড়েছে চলচ্চিত্রটি।
রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অভিশেক ব্যানার্জি, অপারশক্তি খুরানার মতো দুর্দান্ত অভিনেতাদের অভিনয়ও চলচ্চিত্রটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।
অভিনয়ের পাশাপাশি শ্রদ্ধার সৌন্দর্য ও চেহারার সিমপ্লিসিটিতে (সরলতা) আবারও মুগ্ধ দর্শক। তবে অন স্ক্রিন হোক বা অফ স্ক্রিন শ্রদ্ধার চেহারার উজ্জ্বলতা সবসময়ই নজর কাড়ে।
নিজের সৌন্দর্যকে ধরে রাখতে, কী করেন শ্রদ্ধা কাপুর ? ল্যাকমে ফ্যাশন ওইকের সময় বিবিউটি ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে শ্রদ্ধা জানান, ত্বক ভালো রাখতে ভালোভাবে ঘুমান তিনি। পাশাপাশি পান করেন পর্যাপ্ত পরিমাণ পানি। আর ঘরের খাবার সবসময়ই পছন্দ তার। এ ছাড়া তিনি মনে করেন, সৌন্দর্য ধরে রাখতে সবসময় সুখী থাকা জরুরি।

অল্প মেকআপ পছন্দ করা এই অভিনেত্রী আরো জানান, তার মা তাকে এসব বিষয়ে বিভিন্ন পরামর্শ দেয়। আর তার মা নিজেও খুব গর্জিয়াস।
২০১০ সালে তিন পাত্তি চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় শ্রদ্ধা কাপুরের। এরপর ‘আশিকি -২’, ‘এক ভিলেন’, ‘ওকে জানু’, ‘হাসিনা পারকার’, ‘তু ঝুটি ম্যা মাক্কার’, ‘ছিঁচােড়ে’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে নিজের একটি শক্ত অবস্থান গড়ে তুলেন এই অভিনেত্রী। তবে চলচ্চিত্র নির্বাচনে খুব বাছবিচার এই নায়িকার। তার অভিনয়ে আর্ট ও কমার্শিয়াল দুটোরই ছোঁয়া দর্শকমহল পুরুপুরি পান। নেটিজেনদের মতে, শ্রদ্ধা কাপুর নিরবে বলিউডে ‘রাজ’ করছে বা আধিপত্ত বিস্তার করে চলছে।