Thursday, December 12, 2024
spot_img
Homeজীবনের খুঁটিনাটিসে আপনাকে ভালোবাসে না, ব্যবহার করছে : কীভাবে বুঝবেন ?

সে আপনাকে ভালোবাসে না, ব্যবহার করছে : কীভাবে বুঝবেন ?

সাতকাহন২৪.কম ডেস্ক

ভালোবাসা খুব অকৃত্রিম একটি সম্পর্ক। সম্পর্কটা খাঁটি হলে আপনার ভেতরই সেটাকে তীব্রভাবে অনুভব করবে। আর না হলে, বার বার আঘাত পাবেন এবং যতই আবেগ-অনুভূতি দিয়ে অপর মানুষটিকে আগলে রাখতে চান না কেন, দিনশেষে নিরাশই হবেন।

তাই নিজেকে রক্ষা করতে সম্পর্কটা আসলেই মজবুত কি না, খেয়াল রাখার দায়িত্ব আপনারই। না হলে, ভালোবাসা না পেয়ে, কেবল ব্যবহারই হবেন। আর কেউ আপনাকে ভালোবাসছে না, কেবল ব্যবহার করছে, কয়েকটি বিষয়েই সেটি বুঝে নেওয়া যায়। এমনই কিছু লক্ষণের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট টাইমলেসলাইফ ডট ইনফো।

আপনার অনুভূতি সে এড়িয়ে যায়
আপনি প্রায়ই নিজের কষ্ট বা যন্ত্রণাগুলো তার কাছে চেপে যান। কারণ, এসব প্রকাশ করলে সহানুভূতি তো পাবেনই না, উল্টো নেতিবাচক প্রভাব পড়তে পারে সম্পর্কে। মোদ্দা কথা, আপনার অনুভূতির তেমন কোনো মূল্য নেই সঙ্গীর কাছে।
সবসময়ই একটি গা ছাড়া ভাব তার, আর আপনার দায়িত্ব নিতেও অনাআগ্রহী সে। এমন হলে, একটু ভাবুন। আসলেই এই সম্পর্কটা আপনার জন্য সঠিক কি না ?

প্রয়োজন অনুসারেই ফোন করে
এটি আরেকটি সতর্ক বার্তা। আপনার সঙ্গী ঠিক তখনই আপনার সঙ্গে ভালো, যখন আপনাকে তার প্রয়োজন। সেটা শারীরিক, অর্থনৈতিক, মানসিক-যেকোনো প্রয়োজনই হতে পারে। সে কেবল তার প্রয়োজন ও সুবিধা অনুসারেই আপনার সঙ্গে যোগাযোগ করে বা ফোন করে।

প্রায়ই ব্যস্ততা দেখায়
সম্পর্ক খাঁটি হলে বা সম্পর্কের প্রতি আসলেই গুরুত্ব থাকলে, শত ব্যস্ততার মাঝেও মানুষ সঙ্গীর সঙ্গে একান্ত মুহূর্ত কাটানোর সময় বের করে নেয়। আর এটি না হলে, বেশিরভাগ সময় ব্যস্ততার অজুহাত দেখালে বা ক্লান্তভাব দেখালে, সঙ্গীটি আসলেই আপনাকে গুরুত্ব দিচ্ছে কি না, বুঝে দেখুন। মুখের কথা নয়, কাজ দিয়ে যাচাই করুন মানুষকে।

সঙ্গীর বন্ধুদের আপনি চেনেন না
বিষয়টি আসলেই এমন হলে, একটু পেছনে হাঁটুন। এর অর্থ আপনার সঙ্গী সম্পর্কের ভবিষৎ নিয়ে ভাবছে না। আর এই জন্যই তার কোনো বন্ধু-বান্ধব বা সামাজিক ক্ষেত্রে আপনাকে পরিচয় করাতে চায় না। অনেকটা লুকিয়ে রাখতে চায় বিষয়টিকে।

খুব অর্থবহ কথা কবে হয়েছিল, মনে নেই
ভালো যোগাযোগ সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা বা স্বপ্নগুলোকে শেয়ার করা না গেলে বিষয়টা কি সত্যিই সুখকর? এর অর্থ, আপনি হয়তো কোনো খাঁটি সম্পর্কের ভেতর নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments