Thursday, December 12, 2024
spot_img
Homeঅন্যান্যবিশ্ব তামাকমুক্ত দিবসে গণস্বাস্থ্যের প্রতীকী শোভাযাত্রা ও আলোচনা

বিশ্ব তামাকমুক্ত দিবসে গণস্বাস্থ্যের প্রতীকী শোভাযাত্রা ও আলোচনা

আগামীকাল ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ বছর এই দিবসের প্রতিপাদ্য ‘তামাক কোম্পানির কূটকৌশল প্রতিহত করি, শিশু সুরক্ষা নিশ্চিত করি’।

এ উপলক্ষে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল প্রকল্প ও গণস্বাস্থ্য নগর হাসপাতালের উদ্যোগে আজ সকাল ১১টায় ধানমন্ডি ৬ নম্বর রোডে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে সংক্ষিপ্ত আলোচনা ও প্রতীকী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প পরিচালক ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন মূল বক্তব্য দেন এবং শোভাযাত্রায় নেতৃত্ব দেন। ডা. তালুকদার বলেন, ‘ধূমপান ও ধোঁয়াবিহীন মিলিয়ে দেশে প্রতি ১০০ জনের প্রায় ৩৫ জন তামাকজাত দ্রব্যে আসক্ত। এটি ২০১৭ সালের গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভের রিপোর্ট। ২০১৪ সালে পরিচালিত গ্লোবাল স্কুল-বেজড হেলথ সার্ভে (জিএসএইচএস) অনুযায়ী, বাংলাদেশে ১৩ থেকে ১৫ বছর বয়সী ছাত্রছাত্রীর মধ্যে তামাক ব্যবহারের হার ৯ দশমিক ২ শতাংশ।’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা শহরের বিভিন্ন এলাকার মোট ১১০টি স্কুলের পারিপার্শ্বিক এলাকার ওপর যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণায় দেখা যায়, আইনে নিষেধাজ্ঞা থাকার পরও স্কুলগুলোর ১০০ মিটারের মধ্যে অবস্থিত মোট ৫০৭টি মুদি দোকানের ৪৮৭টিতেই অন্যান্য দ্রব্যের সঙ্গে তামাকদ্রব্য প্রদর্শন করতে। এমন এক গবেষণার কথা উল্লেখ করে ডা. তালুকদার বলেন, ‘তামাক কোম্পানির এসব অপতৎপরতা রুখে দিতে হবে।’

ফুসফুসের ক্যানসারের শতকরা ৮৫ থেকে ৯০ ভাগ এবং শরীরের সব ক্যানসারের অর্ধেকের জন্য দায়ী তামাক জানিয়ে তিনি বলেন, ‘নিজে ধূমপান না করাই যথেষ্ট নয়। পরোক্ষ ধূমপান থেকেও রক্ষা পেতে হবে।’

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আকরাম হোসেন, প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মো. কোরাইশি, অর্থপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান, হৃদরোগ বিভাগের পরামর্শক ডা. নুরুল হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments