সাতকাহন২৪.কম ডেস্ক
বন্ধু পরম নির্ভরতার নাম। বন্ধু থাকে বলে জীবন সহজ হয়। চলার পথে আনন্দ খুঁজে পাওয়া যায়। এই আনন্দকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পালন হয় বন্ধু দিবস।
ইউএন-এর স্বীকৃতি অনুযায়ী ৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধু দিবস হলেও, অনেক দেশেই আগস্ট মাসের প্রথম রবিবার এটি পালন করা হয়। আমাদের দেশেও বেশিরভাগ সময় আগস্ট মাসের প্রথম রবিবারকে ঘিরেই আড়ম্বর চলে।
বন্ধু দিবসে প্রিয় মানুষটির সঙ্গে বেড়ানো, ভালো খাওয়া-দাওয়া তো চলবেই, তবে একটি সুন্দর উপহার না দিলে কি চলে ? কী হতে পারে সেই উপহার ? এই বন্ধু দিবসে প্রিয় মানুষটিকে দিতে পারেন কাচের বয়ামে শুভেচ্ছা বার্তা। একটু ভিন্নধর্মী এই উপহারে বন্ধু যেমন আনন্দিত হবে, তেমনি আপনিও পেয়ে যাবেন সৃজনশীলতার খেতাব।
- প্রথমে ছোট একটি কাচের বয়াম নিন।
- এবার কিছু কাগজ ছোট ছোট চিরকুটের আকারে কাটুন। সেখানে বন্ধুর নাম বা হ্যাপি ফ্যান্ডশিপ ডে লিখে বার্তা তৈরি করুন। এবার কাগজগুলো সুতা বা দড়ি দিয়ে পেঁচিয়ে বয়ামের ভেতরে রাখুন।
- চাইলে বয়ামের মধ্যে কিছু পুতি, ফুল-পাতা ঢুকিয়ে দিতে পরেন। এবার মুখ বন্ধ করে ফিতা দিয়ে সুন্দর করে বেঁধে বন্ধুকে উপহার দিন। এমন সুন্দর বার্তা পেয়ে বন্ধু নিশ্চয়ই খুশিই হবেন।
সূত্র : ইউটিউব চ্যানেল সুস্মিসক্রিয়েশন