Thursday, February 13, 2025
spot_img
Homeজীবনের খুঁটিনাটিফাগুনের সাজে আগুন

ফাগুনের সাজে আগুন

শাশ্বতী মাথিন

বসন্ত কড়া নাড়ছে দরজায়। শীতের জবুথবু বুড়োকে বিদায় জানিয়ে প্রকৃতি প্রস্তুত হচ্ছে তারুণ্যের জয়গান গাইতে। এ সময়টায় প্রকৃতি সাজে ভিন্নরূপে। তার সুরে তাল মিলিয়ে আপনিও নিজেকে সাজিয়ে তুলতে পারেন। ফাগুনের সাজে আগুন লাগুক চারদিকে; দিনটি হয়ে উঠুক বিশেষ।

পহেলা ফাগুন ও ভালোবাসা দিবস— দিন দুটো যেহেতু পাশাপাশি, তাই সাজের ক্ষেত্রে আনতে পারেন বৈচিত্র্য। দুটো দিনের সাজ-পোশাক দুই ধরনের হলেই ভালো বলে জানান রূপায়ণ বিউটি পার্লারের কর্ণধার শিউলি আকতার।

চুলের সাজ
দিনের বেলার সাজটা হবে একটু হালকা জানিয়ে রূপবিশেষজ্ঞ শিউলি আকতার বলেন, ‘চুলের ক্ষেত্রে সাধারণ খোঁপা করতে পারেন। সামনের কিছু চুল ছাড়া রাখতে পারেন বা টুইস্ট করে বেঁধে নেওয়া যেতে পারে। পেছনে সুন্দর করে হাত খোঁপা করলেই ভালো দেখাবে। এ ছাড়া সাইড বেণিও করা যেতে পারে। চুলের সাজে অনত্যম অনুষঙ্গ ফুল। তাই ফুল অবশ্যই পরবেন। পহেলা ফাগুনে খোঁপায় বেলি, গাঁদা, জারবেরা লাগাতে পারেন। আর ১৪ ফেব্রুয়ারির দিনটিতে খোঁপার পাশে দু-তিনটি গোলাপ লাগিয়ে নেওয়া যেতে পারে। এ ছাড়া দুই গুচ্ছ রজনীগন্ধা খোঁপায় পরলে ভালোই মানাবে।’

মুখের সাজ
আসলে সম্পূর্ণ সাজটা হবে ন্যাচারাল। সাজের শুরুতে প্রথমে ময়েশ্চারাইজার, পরে প্রাইমার ব্যবহার করবেন। এরপর কনসিলার দিয়ে স্কিন টোন বুঝে ভালো ব্র্যান্ডের ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। এর ওপর একটু লুজ পাউডার বুলিয়ে নেবেন। গাল, নাক, থুঁতনি ভারি হলে কনসিলার দিয়ে কাট করে নিতে হবে। গালে ব্লাশন দিলে ভালো লাগবে বলে জানালেন শিউলি আকতার।

যেহেতু সাজটা প্রায় সারাদিন থাকে, তাই ওয়াটার প্রুফ লিপস্টিক ব্যবহারই ভালো জানিয়ে শিউলি আকতার বলেন, ‘দিনের বেলা লিপস্টিকের ক্ষেত্রে নুড রং ব্যবহার করবেন। যেমন— ইট, গোলপি, বেবি পিংক, হালকা ম্যাজেন্টা। সন্ধ্যায় একটু গাঢ় রং ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রে গাঢ় মেজেন্টা, ইট, মেরুন, লাল, কমলা ইত্যাদি রং মানাবে।’

চোখের সাজ
রূপায়ণ বিউটি পার্লারের কর্ণধার শিউলি আকতার বলেন, ‘চোখের সাজের শুরুতে আই ব্রু কালার পেনসিল দিয়ে শার্প করে নেবেন। শাড়ি লাল-হলুদ হলে চোখের পাতায় হলুদ ও লালের ছোঁয়া থাকবে, পাশে কালো রং দেবেন। এরপর আইলাইনার দিয়ে টানটান করে চোখ আঁকবেন। নিচে কাজল পরবেন।’

এরপর শাড়ির সঙ্গে ম্যাচ করে পছন্দমতো টিপ পরবেন। লাল টিপ পরা যেতে পারে। এ ছাড়া লিপস্টিকের রঙের সঙ্গে ম্যাচ করেও পরতে পারেন। সাজের পর অবশ্যই সেটিংস স্প্রে ব্যবহার করতে হবে বলে জানালেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments