সাতকাহন২৪. কম ডেস্ক
ত্রুটি থাকে বলেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়, বিচ্ছেদ আসে। সাধারণত অবিশ্বাস, আস্থা না রাখতে পারা, সঙ্গীকে ছোট করা, ম্যানিপুলেশন ইত্যাদি বিভিন্ন কারণে সম্পর্ক ভেঙে যায়। এসব ঘটনার পর সব পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াই ভালো।
তবে এরপরও প্রাক্তনের জন্য মন কাঁদলে এবং তাকে ফিরিয়ে আনতে চাইলে কিছু যত্নশীল পদক্ষেপ নিতে পারেন। সাবেককে ফিরিয়ে আনার কিছু পদক্ষেপের কথা জানিয়েছে ফেসবুক পেজ দ্যাঅফিসিয়ালগিত।
সময় নিন
সাবেককে ফিরিয়ে আনতে চাইলে কিছুটা সময় নিন। প্রাক্তনকে আগে তার নিজেকে বুঝতে দিন। আপনিও নিজেকে বুঝুন। মাঝেমধ্যে একসঙ্গে থাকলে এ বিষয়টি ভালোভাবে হয় না। তাই কিছুটা সময় নিয়ে অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন।
এই সময়ের মধ্যে চিন্তা করুন আপনি আসলেই কী চান? আপনি কি সত্যিই তাকে অনুভব করছেন, নাকি সে শুধুই আপনার অভ্যাসে পরিণত হয়েছে। নিজের ভাবনায় পরিচ্ছন্নতা এলেই পুনরায় সম্পর্কে আগান।
সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন
খুব ভালো করে ভেবে দেখুন, আপনাদের মধ্যে যেসব কারণে সমস্যা হচ্ছিল সেগুলো কি সমাধানযোগ্য? সমাধানযোগ্য মনে না হলে, পেছনে না ফিরে মনকে সামলে সামনের এগিয়ে যান। কারণ, পেছনে ফিরলে আবারও একই বিষয় সামনে আসবে। সম্পর্কের অবনতি ঘটবে।
আর সমস্যা সমাধান করা গেলে কীভাবে এগুলো ঠিকঠাক করা যায়, তার পরিকল্পনা করুন। সে অনুযায়ী আগান।

ক্যাপশন : প্রাক্তনকে ফিরিয়ে আনার আগে নিজের সঙ্গে বোঝাপড়া করুন। ছবি : সংগৃহীত
প্রাক্তনের সঙ্গে দেখা করুন
প্রাক্তনের সঙ্গে দেখা করে নিজেদের মধ্যে কথা বলুন। তাকে জিজ্ঞেস করুন, সে-ও কি আপনার সঙ্গে বাকি পথটা হাঁটতে চায়? সমস্যাগুলো সমাধানের বিষয়ে দুজনে মিলে পরিকল্পনা করুন।
সম্পর্কে চেষ্টা করুন
সম্পর্ক গাছের মতো। গাছ বড় করতে যেমন প্রতিদিন যত্ন করতে হয়, সম্পর্কও ঠিক তাই। যত্ন ছাড়া এটি কখনোই মজবুত হয় না। তাই সম্পর্কের পরিচর্যা করুন। একে ভালো রাখতে চেষ্টা করুন। মোদ্দাকথা, জোর দিন বিষয়টি সুন্দর করতে।