Thursday, December 12, 2024
spot_img
Homeডায়েট—ফিটনেসপ্রতিদিন কলা খেলে পাবেন ৬ উপকার

প্রতিদিন কলা খেলে পাবেন ৬ উপকার

সাতকাহন২৪.কম ডেস্ক

কলা কেবল খেতেই সুস্বাদু নয়, এটি ভিটামিন, মিনারেল ও আঁশে ভরপুর। আর এসব উপাদান সম্পূর্ণ স্বাস্থ্যের জন্য উপকারী। তবে এই উপকার পুরোপুরি পেতে হলে প্রতিদিন কলা খাওয়া ভালো। প্রতিদিন এই ফলটি খাওয়ার কিছু উপকারের কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

  • কলা পটাশিয়ামে ভরপুর। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে।
  • কলার মধ্যে থাকা ডায়াটারি ফাইবার হজম ভালো করে। এটি গাটের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী।
  • এই ফলটির মধ্যে থাকা উপাদান ট্রিপটােফেন দেহের ফিল গুড হরমোন নিঃসরণে সাহায্য করে। এতে মন-মেজাজ ভালো থাকে।
  • কলার মধ্যে ম্যানগানিজ ও ভিটামিন ‘সি’সহ অন্যান্য ভিটামিন ও মিনারেল রয়েছে। এগুলো হাড়ের শক্তি বাড়িয়ে অস্টিওপরোসিসের ঝুঁকি কমায়।
  • এই ফলটিতে ভিটামিন ‘এ’, ভিটামিন ‘সি’ ও ভিটামিন ‘ই’ পাওয়া যায়। এগুলো অকাল বার্ধক্য প্রতিরোধ করে এবং ত্বককে ভালো রাখে।
  • কলায় থাকা পানি দেহকে আর্দ্র রাখতে সাহায্য করে। এতে পানিশূন্যতা দূর হয়। তবে যেকোনো খাবার নিয়মিত খাওয়ার আগে শরীরের অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments