সাতকাহন২৪.কম ডেস্ক
আন্তর্জাতিক নারী দিবসে ‘কে ক্র্যাফট’-এর পক্ষ থেকে সকল নারীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। নারী দিবসের প্রতীক বেগুনি রঙ সৃজনশীলতা, প্রেরণা, বিশ্বস্ততা, একনিষ্ঠতা, গৌরব, আভিজাত্য ও শক্তিকে উপস্থাপন করে। বেগুনি রঙের মাধ্যমেই এ দিনটিতে প্রকাশ হয় নিজের সংহতি বা একাত্মতা।
তবে পার্পল, ল্যাভেন্ডার, ভায়োলেট শুধু নয়, নারী দিবসের মূলভাবনার সঙ্গে মিলে যায় এমন আরও কিছু রঙয়ের পছন্দের শাড়ি ছাড়াও সালওয়ার-কামিজ কিংবা কুর্তি আপনি পড়তে পারেন এবারের নারী দিবসে। মিলবে কে ক্র্যাফটের সকল বিক্রয় কেন্দ্রে। সামাজিক চেতনার ভাবনা থেকে বরাবরের মতোই কে ক্র্যাফটের নানা প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নানা মোটিফে তৈরি করা পোশাক সারিতে শাড়ি, সালোয়ার কামিজ ছাড়াও রয়েছে ট্র্যাডিশনাল ও ফিউশনধর্মী প্যাটার্নে লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, টিউনিক। কটন, টু-টোন, সিল্ক, হাফ সিল্ক কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।
নারী দিবসের এই আয়োজন কে ক্র্যাফটের সকল আউটলেট ছাড়াও অনলাইন শপ kaykraft.com এবং ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে।