Friday, February 14, 2025
spot_img
Homeস্বাস্থ্যকাহনচিকিৎসা চাইডেঙ্গুতে পাঁচ পরামর্শ

ডেঙ্গুতে পাঁচ পরামর্শ

সাতকাহন২৪.কম ডেস্ক

বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫ হাজার ৯৫০ জন। মৃত্যু হয়েছে ২২৬ জনের। এ রকম পরিস্থিতিতে সতর্ক থাকার বিকল্প নেই।

ডেঙ্গু হলে করা জরুরি এমন কিছু বিষয়ের কথা জানিয়েছে ডা. সালেহ আহমদ। তিনি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটিশন, হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল।

  •  ডেঙ্গু হলে ভয় পাবেন না। সতর্কতা ও সচেতনতাই পারবে আপনাকে দ্রুত ডেঙ্গু থেকে আরোগ্য লাভ করাতে।
  • ডেঙ্গু হলে পর্যাপ্ত পরিমাণ তরল ও তরল জাতীয় খাবার খেতে হবে। সমস্ত তরল মিলে পরিমাণটা হবে অন্তত তিন লিটার।
  • এ সময় পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন।
  • ব্যথানাশক ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন। কেবল প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারবেন। তবে অন্যান্য ব্যথার ওষুধ খাওয়া যাবে না।
  • এ সময় আতঙ্কিত না হয়ে, একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments