সাতকাহন২৪.কম ডেস্ক
জয়েন্টে ব্যথা বেশ প্রচলিত সমস্যা। এই ব্যথা বেশ অস্বস্তিদায়ক। বিভিন্ন কারণে এই সমস্যা হয়। জয়েন্টে ব্যথার কিছু কারণ জানিয়েছে রিজুভা ওয়েলনেসের পেইন ম্যানেজমেন্ট বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. এস. এম দবির। তাঁর মতানুসারে-
- কোনো কারণে জয়েন্ট আঘাতপ্রাপ্ত হলে ব্যথা হতে পারে।
- জয়েন্টের মাঝখানের বারসা প্রদাহ হয়ে বারসাইটিস হলে জয়েন্ট ব্যথা হওয়ার আশঙ্কা থাকে।
- বাত হলে ব্যথা হতে পারে।
- জয়েন্টের লিগামেন্ট বা টেনডনে টান পড়লে সেই ক্ষেত্রেও ব্যথা হওয়ার আশঙ্কা থাকে।