Friday, February 14, 2025
spot_img
Homeজীবনের খুঁটিনাটিঘুরে বেড়াতে চাই মানানসই পোশাক

ঘুরে বেড়াতে চাই মানানসই পোশাক

সাতকাহন২৪.কম ডেস্ক

শেষ শরতের নদীতীর বা বনের প্রান্ত ছাপিয়ে সাদা কাশফুল, ভোরের শিশির সিক্ত দূর্বাঘাস ও পথঘাট, সকালের মিষ্টি রোদ, সবুজ ঘাস ও ধান ক্ষেতের ডগায় মুক্তোদানার মতো জমে থাকা শিশির বিন্দু জ্বলজ্বল করছে সূর্যের আলোতে, সন্ধ্যায় হালকা শীতের হাওয়া- শরতের বিদায় হতে না হতেই হেমন্তকে পাশ কাটিয়ে যেন জানিয়ে দিচ্ছে শীতের আগাম বার্তা।

প্রকৃতির এই রূপ সবাই পছন্দ করে। আর তাই ঘুরে বেড়ানোর জন্য শীতপূর্ব সময়টাই থাকে অনেকের পছন্দে।

যান্ত্রিকতায় আচ্ছন্ন এই প্রাত্যহিক জীবনে সব সময় সুযোগ আসে না ঘুরে বেড়াবার। তবুও বছর শেষে এক আধটু অবসর আসলে ঘুরতে যাওয়াই যায়। তবে ঘুরতে যাওয়ার আগে অনেকেই বুঝে উঠতে পারে না কোন পোশাক পরবেন আর কোনটি নয়! লম্বা ভ্রমণ যাত্রা, সারাদিন ঘুরে বেড়ানো, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া- এর জন্য আরামদায়ক আবার আবহাওয়া উপযোগী পোশাকই চাই। আর তাই এই সময়ে ‘কে ক্র্যাফট’- এর ভিন্নধর্মী চমৎকার সব স্টাইলিশ এবং স্বস্তিদায়ক পোশাকই হতে পারে আপনার সঙ্গী।

মেয়েদের জন্য সালোয়ার কামিজ, কুর্তি, টপ, টিউনিক, কাফটানের মতো পোশাকের কাট ও ষ্টিচ সম্পূর্ণ নতুন আঙ্গিকে করা হয়েছে এবং পরিমিত অরনামেন্টেশন ও প্রেজেন্টেশনেও রয়েছে বৈচিত্র্য। এ ছাড়া শাড়ি তো থাকছেই। ছেলেদের জন্য ডেনিম শার্ট, ফুল স্লিভের স্মার্ট ক্যাজুয়াল শার্ট, শর্ট স্লিভের ক্যাজুয়াল শার্ট, পলো, টি-শার্ট, ফুল স্লিভের ফতুয়াও রয়েছে।

ছেলে ও মেয়ে শিশুদের জন্যও থাকছে নানা আয়োজনের পোশাক। ট্রেন্ডি, আধুনিক ও আরামদায়ক এসব পোশাক মানিয়ে যাবে নানা পরিবেশে। এ ছাড়া পোশাকের সঙ্গে মিলিয়ে পরতে নতুন কালেকশনের জুয়েলারি সামগ্রী ছাড়াও মিলবে বিভিন্ন অনুষঙ্গ।

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনা সহ সকল আউটলেট ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে সব বয়সীদের সকল ধরনের পোশাক কিনতে পারেন বিশেষ সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments