Sunday, February 16, 2025
spot_img
Homeজীবনের খুঁটিনাটিউজ্জ্বলায় আসা সেরা সিদ্ধান্ত ছিল

উজ্জ্বলায় আসা সেরা সিদ্ধান্ত ছিল

সাতকাহন২৪.কম ডেস্ক

ছোটবেলা থেকেই তার জানার আগ্রহ ছিল অনেক। মেকআপের প্রতি ছিল ভীষণ এক ভালোলাগা। একদিন রেড বিউটি স্যালনে গিয়েছিলেন চুল কাটাতে। তখনই তার মনে হলো কীভাবে মেকওভারের কাজ করা যায় সেটা শিখবেন। এরপর তাদের সঙ্গে কথা বলে জানতে পারেন উজ্জ্বলা বিউটি প্রশিক্ষণ দেয়। এরপর উজ্জ্বলায় আসা। কোর্স করতে শুরু করা।

বর্তমানে নিটোল গ্রুপে কাজ করছেন তিনি। কেবল ভালো লাগা থেকেই উজ্জ্বলা থেকে বিভিন্ন কোর্স করেছেন। এখনতো এমন হয় যে মন খারাপ হলে প্রতিষ্ঠানটির চারপাশ দিয়ে রিক্সা নিয়ে একচক্কর ঘুরে যান। ভবিষ্যতে ইচ্ছাও রয়েছে নিজের একটি স্যালন তৈরি করার। যার কথা বলছি তিনি সাজিয়া সুলতানা। বললেন, উজ্জ্বলার সঙ্গে আমার সম্পর্কটা অন্যরকম। এখানে আসলেই মন ভালো হয়ে যায়।’

উজ্জ্বলা থেকে চারটি কোর্স করেছেন সাজিয়া। জানালেন, উজ্জ্বলার চেয়ারম্যান আদিত্য সোম স্যারের বিজনেস ডেভলপমেন্ট ক্লাসটি খুব ভালো লেগেছে। কেবল যারা বিউটি ইন্ডাসট্রিতে আসছেন তাদের জন্য নয়, অন্যান্য পেশার মানুষের জন্যও কোর্সটি উপকারী। এ ছাড়া উজ্জ্বলার সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের কাছ থেকে পারসোনাল গ্রুমিংয়ের কোর্স করেছি। নিজের ব্যক্তিগত বিভিন্ন সমস্যা সমাধান ও মানসিক চাপ ব্যবস্থাপনার উপায় জেনেছি। তাই আমার মনে হয়েছে সব পেশার মানুষের জন্য কোর্সগুলো উপকারী।

উজ্জ্বলায় আসা আমার জন্য সেরা সিদ্ধান্ত ছিল জানিয়ে সাজিয়া বলেন, ‘প্রতিষ্ঠানটি আমার জীবনে চলার জন্য অনেক প্রেরণা জুগিয়েছে। মানসিক শক্তি দিয়েছে। ভবিষ্যতে এখান থেকে সবগুলো কোর্স করে একটি স্যালন খুলতে চাই। পাশাপাশি উজ্জ্বলার সঙ্গে এভাবেই জুড়ে থাকবো এমনটাই আশা।’

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৫৪তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

ফোন : ০১৩২৪৭৩৪১৫৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments