সাতকাহন২৪.কম ডেস্ক
ঈদ আসে আনন্দের সহযাত্রী হয়ে। সবচেয়ে বড় উৎসব বলে ঈদকে ঘিরে আগে থেকেই শুরু হয় পোশাক নিয়ে ভাবনা।
তাই আসছে ঈদকে সামনে রেখে শিশু থেকে শুরু করে সকল বয়সী ক্রেতা, শুভানুধ্যায়ীদের প্রত্যাশিত নতুন কিছু দেবার জন্য কে ক্র্যাফট ইতোমধ্যে ঈদ আয়োজনের পোশাক নিয়ে হাজির হয়েছে।
মোটিফের সঙ্গে মিলিয়ে নানা রঙের ফেব্রিক ও স্টাইলিং- এর সমন্বয় সমৃদ্ধ করেছে কে ক্র্যাফটের এবারের ঈদ আয়োজন। যেহেতু গরম থাকবে তাই আরাম ও স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে পোশাকে থাকবে আভিজাত্য। সকল বয়সী নারী, পুরুষ ও শিশুদের জন্য আবহাওয়া ও উৎসব উপযোগী পোশাকগুলো সকলের দৃষ্টি কাড়বে।
ঈদের সকাল, বিকেল ও সন্ধ্যায় কাঙ্ক্ষিত পোশাক নির্বাচনে ক্যাজুয়াল কিংবা এক্সক্লুসিভ সবই থাকবে এবারের আয়োজনে।
আয়োজনে রয়েছে নানা প্যাটার্নের সালোয়ার কামিজ, ডাবল লেয়ারড সালোয়ার কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস্, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক,গাউন,কাফটান,প্যান্ট সহ টপস, টপস-স্কার্ট। ছেলেদের জন্য রয়েছে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফটের রেগুলার, কাট বেইজড ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়াও পাওয়া যাবে রেগুলার ও স্লিম ফিট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও টি শার্ট।
মেয়ে শিশুদের জন্য উৎসব ভিত্তিক পোশাকে থাকছে- সালওয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, টপস সেট, স্কার্ট। ছোট ছেলেদের জন্য নানা রঙের পাঞ্জাবি, হাফহাতা শার্ট, ফতুয়া ও টি শার্ট। শিশুদের পছন্দ হবে বা ভালো লাগবে তাই প্রাধান্য পাচ্ছে এবার। শিশুদের পোশাকে প্যাটার্ন, ফ্যাব্রিক ও রঙের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্যাটার্নে ভিন্নতা ও রঙে উৎসবের আমেজ বহন করবে। এ ছাড়াও ছোট মেয়েরা, বোন অথবা মায়ের সঙ্গে মিলিয়ে পরার জন্য সালওয়ার কামিজ, কুর্তি এবং বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি, শার্ট থাকবে বরাবরের মত। এ ছাড়া যুগলদের জন্য থাকবে বিশেষ পোশাক।
কাঁথা স্টিচ, ফ্লোরাল, জিওমেট্রিক, মুঘল, ট্রাইবাল, জামদানি, ইক্কত, টার্কিশ আর্ট, ট্র্যাডিশনাল, বিউটি অফ রাগস, মিক্সড মোটিফের অনুপ্রেরণায় এবারের বিভিন্ন সিরিজের পোশাক। এ ছাড়া আরও নানা মোটিফ ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।
পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে সঙ্গে আরামদায়ক বিষয়টি মাথায় রেখে ফেব্রিক হিসেবে নেওয়া হয়েছে কটন, ডিজাইন্ড কটন, সুইস কটন, স্ল্যাব কটন, হ্যান্ডলুম কটন, লিনেন, জর্জেট, সিল্ক, জয়স্রী সিল্ক, হাফ সিল্ক, সাটিন ও অরগাঞ্জা।
রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছে মেরুন, রিগ্যাল পার্পল, রেড, কপার, ক্রিমসন রেড, জাভা গ্রিন, মেটালিক গ্রিন, ব্ল্যাক, টারকুইস, নেভি,অরেঞ্জ, পিচ, চেরি, স্যালমন পিঙ্ক, ভায়োলেট, ল্যাভেন্ডার, বার্গান্ডি, গোল্ডেন ব্রাউন, পার্ল হোয়াইট, ম্যাজেন্টা সহ নানান রঙ । আরামদায়ক, সময় উপযোগী ও উৎসবধর্মী এই আয়োজন সবার থেকে আপনাকে বিশেষ করে তুলবে।
মূল্য
শাড়ি ২০০০ থেকে ৮০০০ টাকা, তাঁতের শাড়ি ১০০০ থেকে ৩৫০০ টাকা, সালওয়ার কামিজ ৩০০০ থেকে ৮০০০ টাকা, কুর্তি/ টপস ১৫০০ থেকে ৪০০০ টাকা।
ছেলেদের পাঞ্জাবি ১২০০-৪৫০০ টাকা, ক্যাজুয়াল শার্ট ১৫০০-৩০০০ টাকা।
মেয়ে শিশুদের পোশাক
সালওয়ার কামিজ ২০০০ থেকে ৩৫০০ টাকা, টপস/ফ্রক ৯০০ থেকে ২৫০০ টাকা, লেহেঙ্গা সেট ১৮০০ থেকে ৩৫০০ টাকা।
ছেলে শিশুদের পোশাক
পাঞ্জাবি ৭০০ থেকে ২২০০ টাকা, শার্ট ৬০০ থেকে ১২০০ টাকা।
কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজনের পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এ ছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।