সাতকাহন২৪.কম ডেস্ক
অফিসে চাকরি করলে রাজনীতি বা পলিটিক্সের শিকার হবেনই। তবে এসব থেকে নিজেকে বাঁচাতে সামলে চলার উপায়ও শিখতে হবে। অফিস পলিটিক্স সামলানোর কিছু কৌশলী উপায় জানিয়েছে জীবনধারাবিষয়ক ওইকিহাউ।
- পক্ষপাতিত্ব করবেন না। কোনো সহকর্মী আপনার কাছে এসে আরেকজনের নামে অভিযোগ করলে বা কুৎসা করলে কোনো পক্ষের হয়ে কথা বলতে যাবেন না। কেবল বলুন, ‘তার নিশ্চয়ই মন ভালো নেই বা সে হয়তো আজ খারাপ দিন পার করছে, তাই এমনটা করেছে।’ এই বার্তাটির মাধ্যমে আপনি তাদের ব্যক্তিগত রেষারেষি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন; তাদের সমস্যায় জড়াবেন না।
- সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অফিস পলিটিক্স যোগাযোগের অভাবের কারণে হয়। তাই মিটিং বা কোনো আলোচনার সময় যেকোনো জিনিস ডকুমেন্ট হিসেবে উপস্থাপন করুন। এগুলো বস বা দলের সদস্যদের দিন। এতে তারা বুঝবে আপনি কীভাবে কাজটি করছেন। পরে কোনো সমস্যা হলে বা এই কাজটি করা হয়নি বলা হলে, আপনি ডকুমেন্ট দেখাতে পারবেন।
- খেয়াল করে দেখবেন অফিসে অনেকেই রয়েছে যারা কেবল অন্যের সম্পর্কে সমালোচনা করে বেড়ায়। পরচর্চায় তারা সিদ্ধহস্ত। এদের এড়িয়ে চলুন। কথা বলার জন্য এমন মানুষ নির্বাচন করুন যিনি ইতিবাচক ও কর্মঠ। তাহলে নিজেও ভালো থাকতে পারবেন। অফিস পলিটিক্সও অনেকটা এড়ানো সম্ভব হবে।