সাতকাহন২৪.কম ডেস্ক
স্তন ক্যানসার সচেতনতায় ঢাকা-রাজশাহী-খুলনা গোলাপি সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল, সকাল ৮ টায়, ঢাকার মানিক মিয়া এভিনিউতে এই যাত্রার উদ্বোধন হবে।
একটি গোলাপি রঙে সজ্জিত বাসে এবার ঢাকা থেকে রাজশাহী হয়ে খুলনা পর্যন্ত যাবে এই শোভাযাত্রা। প্রথম দিন ৩০ অক্টোবর, বৃহস্পতিবার, ঢাকা থেকে যাত্রা শুরু করে এলেঙ্গা (টাংগাইল)-সিরাজগঞ্জ বাইপাস- বগুড়া- নওগাঁ- তানোর- রাজশাহী পর্যন্ত পথসভা, সমাবেশ ও লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতামূলক কর্যক্রম পরিচালনা করা হবে।
সন্ধ্যায় রাজশাহীতে সি এন্ড বি মোড়ে (শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুলে অ্যান্ড কলেজে) বিভিন্ন নারী সংগঠন, রোটারি ক্লাব ও ইনার হুইল ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন, ৩১ অক্টোবর, শুক্রবার, সকাল ৮ টায় রাজশাহী থেকে খুলনার পথে নাটোর- ঈশ্বরদী- ভেড়ামারা- কুষ্টিয়া- ঝিনাইদহ-যশোর- নোয়াপাড়া হয়ে খুলনা শহরের শিববাড়ী মোড়ে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তৃতীয় দিন, সকাল ৮টায় বাসটি সরাসরি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।
জাতীয় ক্যানসার ইনিস্টিটিউটের সাবেক অধ্যাপক, বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশের ‘গোলাপি মানব’ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার (রাসকিন)- এর নেতৃত্বে শোভাযাত্রায় থাকবেন সিনিয়র চিকিৎসক, নার্স, ক্যানসার সারভাইভার, সিনিয়র অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং স্বেছাসেবীসহ প্রায় ২৫ জন সদস্যের একটি দল।
বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম ৫৩টি সংগঠনের সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম, যারা স্তন ক্যানসার সচেতনতার জন্য ২০১৩ সাল থেকে কাজ করে আসছে। এবারও ত্রয়োদশ বারের মত ১০ই অক্টোবর বাংলাদেশে স্তন ক্যানসার সচেতনতা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
গত ১০ অক্টোবর, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল আলোচনা ও গোলাপি সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং মাসব্যাপী কার্যক্রম হাতে নেওয়া হয়। আজ ২৯ অক্টোবর, পর্যন্ত ঢাকার বিভিন্ন অঞ্চলে পাঁচটি বড় সচেতনতামূলক কার্যক্রম পালন করা হয়েছে।
তবে শুধু রাজধানীতে সীমিত না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে, ঢাকা-রাজশাহী-খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গোলাপি সড়ক শোভাযাত্রার এই কার্যক্রম।


