আশিকুর রহমান
জীবনের প্রতিটি সংগ্রামই একেকটি গল্প। বেঁচে থাকার লড়াইয়ে প্রতিদিন পথচলা বনানী ২৫ নম্বর রোডের করিম মিয়ার গল্পও তেমনই এক অনুপ্রেরণা।
সংসারের হাল ধরতে তিনি বহুদিন ধরে চেষ্টা করছিলেন নিজের একটি ছোট দোকান দিয়ে নতুনভাবে শুরু করতে। তবে সুযোগ না থাকায় তাঁর সেই স্বপ্নটি বারবার থেমে যাচ্ছিল।
আজ সেই স্বপ্নটিই বাস্তবে রূপ নিল আইএফএসডি ফাউন্ডেশনের উদ্যোগে। গ্রোওয়েল প্রকল্পের আওতায় গত ২১ নভেম্বর করিম মিয়ার হাতে একটি নতুন চায়ের দোকান (ভ্যান) তুলে দিয়ে তাঁর জীবনে নতুন আলো যোগ করলাে প্রতিষ্ঠানটি। শুধু একটি দোকান নয়—এটি হলো তাঁর পরিবারকে নিরাপত্তা, স্থিতি ও মর্যাদার পথে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন দরজা।

উদ্বোধনী মুহূর্তে করিম মিয়ার চোখে ছিল কৃতজ্ঞতার অশ্রু, আর চারপাশে উপস্থিত সবার মুখে ছিল স্বস্তির হাসি। উপস্থিত ছিলেন আইএফএসডি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মো. ফাহাদ উজ্জামান খান, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন, মহা-সচিব মো. মেহেদী হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ শাহরিয়ার বিজয়, ট্রেজারার মো. আলাউদ্দিন, এক্সিকিউটিভ মেম্বার মো. ইদ্রিস, তানিজা হোসাইন, সাইমন, আশিক। এ ছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেকে।
আইএফএসডি ফাউন্ডেশনের প্রতিনিধিরা তাদের বক্তব্যে জানান, একজন মানুষের জীবনে পরিবর্তন আনতে কোটি টাকার প্রয়োজন নেই—প্রয়োজন শুধু আন্তরিকতা, সদিচ্ছাও একটি সুযোগ। করিম মিয়ার এই চায়ের দোকান হয়তো ছোট, তবে এর ভেতরে রয়েছে একটি পরিবারের নতুন জীবনের আশা।

মানুষ মানুষের জন্য—এই বিশ্বাসকে আরও দৃঢ় করে ভবিষ্যতেও সমাজের পিছিয়ে থাকা মানুষদের পাশে থাকার প্রতিশ্রুতি জানান প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।


