Sunday, February 16, 2025
spot_img
Homeঅন্যান্য৫ বিষয়, স্মার্টরা কখনো সবার সামনে বলে না

৫ বিষয়, স্মার্টরা কখনো সবার সামনে বলে না

শাশ্বতী মাথিন

আপনি কি একটু ভেবে-চিন্তে কথা বলেন? বিশেষ করে সবার সামনে কথা বলার সময়? উত্তর ‘হ্যাঁ’ হলে, আপনি মোটামুটি স্মার্ট মানুষের কাতারেই পড়েন। আর কোনো কথা বলার আগে ‘কী বলছেন’, ‘কেন বলছেন’- এসব নিয়ে না ভাবলে ভাবার অভ্যাস তৈরি করুন। ভেবে-চিন্তে কথা না বলা কখনো কখনো মহাবিপদের কারণ হতে পারে।

স্মার্ট মানুষ শব্দ চয়নে বিজ্ঞ হয়। মুখের কথা যেন ক্ষতির কারণ না হয় এবং অন্যকেও আঘাত না করে সে বিষয়ে সতর্ক থাকে। তারা জানে কখন কথা বলবে, আর কখন নিরব থাকবে। কিছু বিষয় বা কথা রয়েছে যেগুলো একজন স্মার্ট ব্যক্তি কখনোই সর্বসম্মুখে বলে না। আর এ বিষয়গুলো তাদের আরো স্মার্ট করে তোলে এবং বুদ্ধিমত্তার পরিচায়ক হয়। ইউটিউব চ্যানেল সাইকিফ্যাক্ট জানিয়েছে একজন স্মার্ট ব্যক্তি কখনোই বলে না, এমন ৫ বিষয়ের কথা। চলুন জানি…

১. আমি স্মার্ট
কখনো কি দেখেছেন একজন স্মার্ট ব্যক্তি কখনো নিজেকে বলছে, ‘আমি স্মার্ট?’ এ কথাটি একজন স্মার্ট মানুষ কখনোই সবার সামনে বলে না। তারা এমন কথা বা শব্দ ব্যবহার থেকে বিরত থাকে যেগুলো তাদের সবার সামনে হাসির পাত্র বানাতে পারে।

২. পারবো না
‘আমি পারবো না?’- বার বার এ কথাটি বলা কর্মক্ষেত্রে ব্যক্তিত্ব নষ্ট করে। একজন স্মার্ট ব্যক্তি সবসময় যে সব কাজ করতে পারে, বিষয়টি তা নয়। তবে সে কথা বলার ক্ষেত্রে একটু কৌশলী হয়। ‘আমি কাজটি পারবো না’- এটি না বলে সে বলে, ‘আমি কি কাজটি আগামীকাল করতে পারি?’ এতে অন্যরা তাকে সিনসিয়ার মনে করে এবং সে অন্যদের কাছে আরো নির্ভরযোগ্য হয়ে উঠে।

৩. আমি আমার চাকরিকে ঘৃণা করি
কর্মক্ষেত্রে কখনো কখনো বিরক্ত হয় না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কাজের ক্ষেত্রটি সবসময় সবার জন্য সুখকর হবে না- এটাই স্বাভাবিক। তবে কাজ করার সময় যারা সবসময় বিরক্তি প্রকাশ করে, চিৎকার-চেঁচামেচি করে তাদের নেতিবাচক মানুষ বলেই ধরে নেওয়া হয়। আর এক সময় তাদের সঙ্গ অপছন্দ করতে শুরু করে অন্য সহকর্মীরা।

‘আমি আমার চাকরিটা পছন্দ করি না’- যত কিছুই ঘটুক, একজন স্মার্ট ব্যক্তি সবার সামনে এমন কথা বলা থেকে নিজেকে বিরত রাখে।

৪. আর পারি না
একটুু ভেবে দেখুন তো, সারাদিন কতবার এই কথাটি বলেন? খুব ঘন ঘন কথাটি বলতে থাকলে অভ্যাসটি পরিবর্তন করুন। আপনি হয়তো আসলেই আর পারছেন না। তবে অন্য মানুষ কিন্তু আপনাকে জাজমেন্টের চোখেই দেখছে। স্মার্ট মানুষ সাধারণত এ ধরনের কথা এড়িয়ে যায়। কারণ, তারা জানে জগতে এমন কিছু নেই যা পারা সম্ভব নয়। একটি না একটি পথ ঠিকই বের হয়ে আসবে। তাই তারা বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই নেয়।

৫. এটা খুব কঠিন
কোনো কাজ একটু কঠিন হলেই কি আপনি সেটি করা বন্ধ করে দেন? না কি বার বার চেষ্টা করে এগিয়ে যান? ‘কাজটি খুব কঠিন’- একজন স্মার্ট ব্যক্তি কখনোই সবার সামনে এটি বলেন না। বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তারা প্রয়োজনীয় দক্ষতাগুলো আয়ত্ত করে। দায়িত্ব গ্রহণ করে এবং সামনে আগায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments