Thursday, February 13, 2025
spot_img
Homeজীবনের খুঁটিনাটি৩ বিষয়, স্বামীকে কখনোই বলবেন না

৩ বিষয়, স্বামীকে কখনোই বলবেন না

সাতকাহন২৪.কম ডেস্ক
সংসার সুুখের থাকে আস্থা, ভালোবাসা আর বোঝাপোড়ায়। তবে দুজন মানুষ একসঙ্গে থাকতে গেলে মাঝে মাঝে ঝগড়া,মনোমালিন্য হতেই পারে। এর তীব্রতা বাড়লেই ঘটে বিপত্তি। ঝগড়ার সময় কিছু কথা অবস্থার অবনতি ঘটাতে পারে। আর এমন কিছু বিষয় রয়েছে যা ঝগড়ার সময় স্বামীকে না বলাই ভালো। এ ধরনের কিছু বিষয় সম্পর্কে জানিয়েছে ফ্যামিলি টুডে।

১. ‘কাজটা এভাবে করো’
এ ধরনের কথা স্বামীকে কখনোই বলতে যাবেন না। এ ধরনের কথা তার আত্মসম্মানে আঘাত করতে পারে। তাকে বলুন, ‘তোমার জন্য আমার একটি পরামর্শ আছে’।

২. ‘আমার আগের প্রেমিক এভাবে করতো’
হয়তো আপনাদের মধ্যে তুমুল ঝগড়া চলছে। দুজনেরই রাগ তুঙ্গে। এই সময় আপনি বলে বসলেন আপনার সাবেক প্রেমিক আপনার জন্য এটা/ ওটা করেছিলো। পরিবেশটা কত গরম হয়ে উঠবে ভাবতেই পারছেন! ঝগড়া এড়াতে এ ধরনের কথাও এড়িয়ে যান। আখেরে আপনারই লাভ।

৩. ‘যদি সত্যি ভালোবাসো, তাহলে এটা করো’
না, এ ধরনের কথা কখনোই তাকে বলতে যাবেন না। প্রত্যেকটা মানুষেরই একটি আলাদা সত্তা, ব্যক্তিত্ব থাকে। বার বার ব্যক্তিত্বে আঘাত দিলে মানুষটিকে হয়তো চিরতরে হারিয়েই যাবে আপনার জীবন থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments