ফিচার ডেস্ক
প্রত্যেক মানুষই স্বতন্ত্র; তাদের ব্যক্তিসত্তাও আলাদা। প্রত্যেক মানুষের ভেতরেই কিছু গোপন বিষয় রয়েছে, যেগুলো সে হয়তো কখনোই কাউকে জানাতে চায় না। সেগুলো তার একেবারেই নিজস্ব বিষয়। তবে জানেন কি, কিছু প্রচলিত বিষয় অধিকাংশ মানুষের ক্ষেত্রেই রয়েছে, যেগুলো প্রকাশে অনাগ্রহ প্রকাশ করে তারা ? এমন কিছু গোপন বিষয়ের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
১. প্রথম চুম্বন
কিশোর বয়সে প্রেমে পড়েন অনেকেই। তবে সেই প্রেম টিকতে দেখা যায় কমই। সেই সময়ের প্রেমে চুম্বন হলে সে কথা বলতে অস্বস্তি হওয়াই স্বাভাবিক।
২. পুরোনো সম্পর্ক নিয়ে আলোচনা
জীবন গতিময়। অতীত নিয়ে খুব কম মানুষই পড়ে থাকে। সম্পর্ক আগায়। বিয়ের পর এসব সম্পর্ক নিয়ে আলাপ-আলোচনা করতে অনেকেই পছন্দ করেন না।
৩. পারিবারিক দ্বন্দ্ব
প্রতিটি পরিবারের দ্বন্দ্ব-সমস্যা ভিন্ন রকম। বুদ্ধিমান মানুষ নতুন স্ত্রী বা স্বামীর কাছে এসব সমস্যা গোপনই রাখতে চান।