সাতকাহন২৪.কম ডেস্ক
হার্ট বা হৎপিণ্ডের কোনো শিরায় রক্ত জমাট বেঁধে রক্ত প্রবাহে বাঁধার সৃষ্টি হলে হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকের প্রচলিত কারণগুলো হলো, উচ্চ রক্তচাপ, শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের আধিক্য, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, স্থূলতা ইত্যাদি।
হার্ট অ্যাটাক হলে বুকে ব্যথা হয়, এটা প্রায় সবারই জানা। তবে কখনো কখনো কোনো লক্ষণ ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে। তবে কিছু লক্ষণ রয়েছে যেগুলো জানা থাকলে সমস্যাটি প্রতিরোধ সহজ হয়। আসুন জানি লক্ষণগুলো।
দুর্বলতা
বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাক হওয়ার প্রায় মাসখানেক আগে কিছু লক্ষণ প্রকাশ পায়। এর মধ্যে দুর্বলতা ও ঘন ঘন শ্বাসপ্রশ্বাস নেয়ার সমস্যা অন্যতম। এমন হলে সতর্ক হোন।
বদহজম
হার্ট অ্যাটাক হওয়ার আগে অনেকেরই ঘন ঘন বদহজম হওয়া বা গ্যাস্ট্রোইনটেস্টিনাল সমস্যা হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে বুক জ্বালাপোড়ার সমস্যাও হয়। অন্যান্য বিভিন্ন রোগে এমন হলেও হার্ট অ্যাটাকেরও অন্যতম লক্ষণ এগুলো। তাই সাবধান হওয়াই শ্রেয়।
অতিরিক্ত ঘাম
হার্টে ব্লক হলে রক্ত সঞ্চালনের জন্য হৎপিণ্ডকে অতিরিক্ত কাজ করতে হয়। এতে বেশি ঘাম তৈরি হয়। এমন লক্ষণ দেখলে অবহেলা না করে সাবধান হোন।
অন্যান্য অঙ্গে ব্যথা
কেবল বুকে ব্যথা নয় হার্ট অ্যাটাক হলে বুকে অস্বস্তি বা চাপ চাপ লাগা, দাঁত, কাঁধ, চোয়ালে, বাম বাহুতে ব্যথা হওয়ার সমস্যা হয়। এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র : জি২৪