Monday, January 20, 2025
spot_img
Homeজীবনের খুঁটিনাটি'সৎ সাহস থাকলে সবাই সফল হতে পারে'

‘সৎ সাহস থাকলে সবাই সফল হতে পারে’

সাতকাহন২৪.কম ডেস্ক
মেয়েটির গায়ের রং কালো ছিল। ছোটবেলায় মা ছাড়া এমন কোনো মানুষ ছিল না, যারা গায়ের রং কালো বলে, তাকে উপহাস করেনি। যত সবার উপহাস বেড়েছে, তত ত্বকের যত্ন ও সাজসজ্জার প্রতি আগ্রহ বেড়েছে তার। সেই আগ্রহ বাড়তে বাড়তে এক সময় বিউটিফিকেশন পেশায় আসার ইচ্ছা তৈরি হয়।

২০২৩ সালের ডিসেম্বর মাসে বিউটিফিকেশন প্রশিক্ষণ কেন্দ্র উজ্জ্বলা থেকে কোর্স করে বর্তমানে নিজেই একটি স্যালন খুলেছেন। পাশাপাশি নারীদের জন্য তৈরি একটি জিমের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক তিনি। গায়ের রং, দেহের আকৃতির প্রতিবন্ধকতা তাকে থামিয়ে রাখতে পারেনি। তিনি চলছেন উদ্দ্যম গতিতে। যার কথা বলছি, তিনি বরিশালের মেয়ে সামিয়ারা ইসলাম স্বর্ণা। একজন সফল উদ্যোক্তা হিসেবে তাঁর পথচলার গল্পই রইল পাঠকদের জন্য।

সামিয়ারা ইসলাম স্বর্ণা। ছবি : সংগৃহীত
সামিয়ারা ইসলাম স্বর্ণা। ছবি : সংগৃহীত

বিউটিফিকেশনের সব আধুনিক প্রশিক্ষণ উজ্জ্বলায় পাই

যেহেতু সাজসজ্জার প্রতি আমার একটি আগ্রহ ছিল, তাই অনেকদিন ধরেই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছিলাম, যেখানে আমি বিউটিফিকেশনের সব আধুনিক প্রশিক্ষণ নিতে পারি। খুঁজতে খুঁজতে হঠাৎ উজ্জলার বিজ্ঞাপন সামনে আসে। উজ্জলার কথা আমি ফেইসবুক অ্যাডের মাধ্যমে জেনেছি।

উজ্জলায় আসার আগ পর্যন্ত আমি আসলে কিছুটা দ্বিধায় ছিলাম, আমার স্বপ্ন পূরণ করতে পারব কি না। তবে যেদিন প্রথম উজ্জলার ক্লাস করতে আসি, মনে হয়, আমি আর একা নই, আমার পরিবার খুঁজে পেয়েছি। সবার এতো সহযোগিতা পেয়েছি, আমার লক্ষ্যে পৌঁছানোর মনোবল আরো দৃঢ় হয়েছে। আমার সব সুবিধা-অসুবিধায় আমি উজ্জলাকে পেয়েছি। উজ্জ্বলা আমাকে নতুন করে হাসতে শিখিয়েছে।

মায়ের মৃত্যুতে ভীষণ অসহায় হয়ে পড়ি

আমার আম্মু ২০০৭ সালে মারা গেছেন। এরপর থেকে আসলে জীবনে ট্রেজিডি অনেক হয়েছে। প্রত্যেকটা ঘটনার পর পরই মনে হতো এর থেকে মরে যাওয়া ভালো। এস. এস. সি পরীক্ষার পর একটু একটু করে সাহস আসতে শুরু করে। তখন ভাবতে শুরু করি, জীবনে এমন কিছু করতে হবে যেন আমার মত যে মেয়েরা একা, যাদের পাশে কেউ নেই, তাদের পাশে দাঁড়াব। আমি একজন সফল নারী হবই।

এরপর জীবনে অনেক কিছু ঘটে গেছে, তবে আমি কখনও দমে যাইনি। প্রত্যেকটা ঘটনা আমাকে আরও একটু শক্ত করেছে। আমি মনে করি, এতগুলো দুর্ঘটনা ঘটেছে বলেই হয়ত আজ আমি এতটা বাস্তববাদী। এখন আর আমার মধ্যে কোনো ভয় কাজ করে না। মানুষ হিসেবে কিছু অনুভূতি মাঝে মাঝে মানসিক যন্ত্রণা দিলেও জিমে একঘণ্টা ওয়ার্কআউট করলে সব ভুলে যাই। আজকের আমি অতীতের অনেক মনভাঙা মানসিক যন্ত্রণার সমষ্টি। এখন রয়েছে সামনে চলার জেদ। নিজে ভালো থাকতে চাই, আর অন্য মেয়েদের ভালো রাখতে চাই।

সামিয়ারা ইসলাম স্বর্ণা। ছবি : সংগৃহীত
সামিয়ারা ইসলাম স্বর্ণা। ছবি : সংগৃহীত

নারীকে সৌন্দর্যের পাশাপাশি সুস্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে

বর্তমানে পার্লারের পাশাপাশি আমি একটি লেডিস জিমের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক। বরিশালে আমার এই জিমটির নাম, ফিটনেস স্টুডিও বাই সামিয়ারা। আমাদের সমাজে মেয়েদের সৌন্দর্য নিয়ে সবাই যতটা আগ্রহ প্রকাশ করে, তার অর্ধেকও মেয়েদের সুস্বাস্থ্য নিয়ে সচেতন নয়। মেয়েদের হরমোনের সমস্যার কারণে অনেক সময় ওজন বেড়ে যায়।আবার পোস্ট পার্টাম ডিপ্রেশন তো অনেক সময় মেয়েদের আত্মঘাতী করে তোলে। এসব সমস্যা সমাধানে সঠিক কাউন্সিলিং ও ওয়ার্কআউটের মাধ্যমে সমাধান করা সম্ভব। অনেক মেয়েরা ছেলেদের সঙ্গে ওয়ার্কআউট করতে স্বস্তিবোধ করে না, আবার পরিবারও অনুমতি দেয় না। তাদের কথা চিন্তা করে শুধুমাত্র মেয়েদের জন্য জিমটি শুরু করেছি। পার্লারের কাজও চলছে।

সামিয়ারা ইসলাম স্বর্ণা। ছবি : সংগৃহীত
সামিয়ারা ইসলাম স্বর্ণা। ছবি : সংগৃহীত

মেয়েদের আত্মনির্ভরশীলতা বাড়াতে কাজ করতে চাই

ভবিষ্যৎ পরিকল্পনা তো অনেক কিছুই রয়েছে। এর মধ্যে নিজের ব্যবসাকে সততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া এবং জীবনে আরো সফল হওয়া অন্যতম। তবে সমাজের অন্য মেয়েদের সাহসী ও আত্মনির্ভরশীল হতে যেন অনুপ্রেরণা দিতে পারি এমন কিছু করতে চাই। অনেকই নিজে কিছু করতে পারছে না বলে বিভিন্ন অন্যায় মেনে নেয়। এমন কিছু করতে চাই, যাতে আমাকে দেখে তারাও অনুভব করতে পারে মেয়েরা দুর্বল না, হোক সে একা। আমি মনে করি সৎ সাহস, দূরদর্শিতা ও দক্ষতা থাকলে সবাই সফল হতে পারে।

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিল ৯২তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

ফোন : ০১৩২৪৭৩৪১৫৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments