সাতকাহন২৪.কম ডেস্ক
ত্বক ভালো রাখতে প্রতিদিন যত্ন নেওয়া প্রয়োজন। মুখ ভালোভাবে ধোয়া; ময়েশ্চারাইজার, লোশন ব্যবহার করা ইত্যাদি ত্বকের যত্নে জরুরি। তবে এর পাশাপাশি বর্তমানে স্লিপিং মাস্ককেও বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিদিনের ত্বকের যত্নের রুটিনের শেষ ধাপ হলো এই স্লিপিং মাস্ক। যারা একটু সময় বাঁচাতে চায়, একই সঙ্গে নাইট রিপেয়ার ক্রিম এবং মাস্কের উপকারিতা পেতে চায় তাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয় এই মাস্ক।
স্লিপিং মাস্কের উপকারিতার বিষয়ে শিওরসেল মেডিকেল বিডি-এর প্রধান চর্মরোগ বিশেষজ্ঞ ডা. তাওহীদা রহমান ইরিন বলেন, ‘আলফা আরবুটিন, অ্যান্টি অক্সিডেন্ট, নিয়াসিনামাইড, ট্রেনাক্সামিক এসিড ইত্যাদির সমন্বয়ে তৈরি স্লিপিং মাস্ক এক দিক থেকে ত্বককে উজ্জ্বল করে। এ ছাড়া এগুলো ত্বকের কালচে ভাব কমায়, ত্বকের রোমকূপকে স্বাভাবিক মাপে রাখতে সাহায্য করে এবং বলিরেখা কমায়। জেল টেক্সচারের স্লিপিং মাস্কের সুবিধা হলো এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।’
স্লিপিং মাস্কগুলো মাইল্ড এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে জানিয়ে ডা. তাওহীদা বলেন, ‘কোনো অনুষ্ঠান বা উৎসবের আগের রাতে স্লিপিং মাস্ক ব্যবহার করতে পারেন। এতে পরদিন মেকআপ করলে এটি খুব সুন্দরভাবে সেট হবে। শীত বা গ্রীষ্ম সব ঋতুতেই এই জেল টেক্সচারের স্লিপিং মাস্ক ব্যবহার করা যায়। কেবল মেয়েরা নয়, ছেলেরাও ত্বক ভালো রাখতে স্লিপিং মাস্ক ব্যবহার করতে পারে। রাতে এটি ব্যবহার করলে ময়েশ্চারাইজার ও মাস্ক দুটোরই কাজ হবে।’
ঘুমের ঠিক আগে মুখ পরিষ্কার করে মুখে ও গলায় অল্প পরিমাণ মাস্ক বুলিয়ে নিন এবং সকালে ফেস ক্লিনজার ও পানি দিয়ে ধুয়ে ফেলুন। বাজারে এখন কসমেসিউটিক্যাল নানা ধরনের স্লিপিং মাস্ক পাওয়া যায়। আপনি আপনার ত্বকের ধরন বুঝে পছন্দ মতাে মাস্ক ব্যবহার করতে পারেন। এটি জেল, ক্রিম ফর্মুলাতে পাওয়া যায়। কিছু কিছু মাস্ক সপ্তাহে তিন দিন ব্যবহার করা যেতে পারে।
বাজারে বর্তমানে বিউটি প্রোডাক্ট প্রতিষ্ঠান রিজুভা নিয়ে এসেছে আল্ট্রা গ্লো স্লিপিং মাস্ক। ত্বকের সুন্দর করতে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এ ধরনের মাস্কও ব্যবহার করা যেতে পারে।