Sunday, May 28, 2023
Homeঅন্যান্যস্তন ক্যানসারের লক্ষণ জানুন

স্তন ক্যানসারের লক্ষণ জানুন

সাতকাহন২৪.কম ডেস্ক
অক্টোবর হলো স্তন ক্যানসার সচেতনা মাস। একটি পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১২ হাজার ৭শ ৬৪ জন স্তন ক্যানসারে আক্রান্ত হয়। মারা যায়, ৬ হাজার ৮শ ৪৪ জন। বাংলাদেশের মেয়েরা যেসব ক্যানসারে বেশি আক্রান্ত হয়, এর মধ্যে শীর্ষে রয়েছে এটি। স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে লক্ষণগুলো জানা জরুরি।

স্তন ক্যানসার কী? এ বিষয়ে বাংলাদেশ স্তন ক্যানসার ফোরামের চিফ কো-অর্ডিনেটর ডা. হাবিবুলল্লাহ তালকুদার রাসকিন বলেন, ‘আমাদের শরীর আসলে কোটি কোটি কোষের সমষ্টি। এই কোষ শুরু হয়েছে একটি মাত্র আদি কোষ থেকে। স্বাভাবিকভাবে কোষ বাড়ার একটি নিয়ম রয়েছে। তবে কোনো কারণ ছাড়া অস্বাভাবিক কোষের বাড়লে তাকে টিউমার বলা হয়। টিউমার প্রধাণত দুই রকম। বিনাইন টিউমার ও ম্যালিগনেন্ট টিউমার। ম্যালিগনেন্ট টিউমার দেহের যেখানেই হোক, তাকে বলে ক্যানসার। স্তনে বিনাইন টিউমার হতে পারে। ছড়াবে না। কিছু করবে না। অস্ক্রোপচার করে ফেলে দিলে হয়ে যাবে। আবার ম্যালিগনেন্ট টিউমার বা ক্যানসার হতে পারে। ছড়িয়ে পড়তে পারে।’

স্তন ক্যানসারের লক্ষণের বিষয় ডা. রাসকিন জানান, এটি হলে বােগলে গোল পিণ্ড বা গোটার মতো হতে দেখা যায়। মার্বেলের গোটার মতো। স্তনের কোনো অংশে ফোলা ফোলা ভাব হতে পারে। বোঁটা বা এর চারপাশের এলাকায় ব্যথা ও লালচেভাব হওয়ার আশঙ্কা থাকে। স্তনের আকারের পরিবর্তন হতে পারে। অনেক সময় স্তনের যেকোনো অংশে ব্যথা নিয়েও রোগী আসতে পারে।

এ ধরনের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে আসতে হবে এবং দ্রুত চিকিৎসা নিতে হবে। এমনটাই পরামর্শ দেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments