ডা. হুমায়ুন কবীর হিমু
স্ট্রোক হলে শরীরের একপাশ অচল হয়ে পড়ে। কথা বলার সমস্যা দেখা দেয়। এমনকি বছরের পর বছর কথা বেশ জড়ানো থাকে। কারো সাহায্য ছাড়া চলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্ট্রোকে মস্তিষ্ক রক্ত চলাচল কমে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে রক্তক্ষরণ হয়। তবে রক্ত চলাচল কমে গিয়ে স্ট্রোক হয় বেশি। একবার কেউ এই রোগে আক্রান্ত হলে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে।
স্ট্রোক একটি জরুরি অবস্থা। এ রোগে আক্রান্তকে দ্রুত হাসপাতালে নিতে হবে। স্ট্রোক আক্রান্তদের বেশিরভাগেরই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকে।
সাধারণত প্রবীণরা এই রোগে বেশি আক্রান্ত হয়। তবে ইদানিং মাঝবয়সীদেরও আক্রান্ত হতে দেখা যায়।
স্ট্রোকে আক্রান্ত হলে বুঝবেন কিভাবে?
# হঠাৎ করেই কারো শরীরের একপাশ অবশ হয়ে গেলে, ওই পাশে বোধ শক্তি না থাকলে বুঝতে
হবে স্ট্রোকে আক্রান্ত হয়েছে।
# এর সঙ্গে কথা জড়ানোর সমস্যা দেখা দিতে পারে। অনেকে অজ্ঞান হয়ে যেতে পারে। এগুলো কিন্তু হঠাৎ
করেই হবে। এমন উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসক মস্তিস্কের সিটি স্ক্যান করতে দিবেন, প্রস্তুতি নিয়ে রাখুন। স্ট্রোক ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ মতো
ওষুধ সেবন করুন। মনে রাখবেন একবার স্ট্রোক হলে আবার হওয়ার আশঙ্কা বেড়ে যায়। পরের বার আরো মারাত্মক হতে পারে। তাই অবহেলা
করবেন না। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে নিয়ন্ত্রণে রাখুন।
লেখক
রেজিস্ট্রার, ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগ
ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইন্স