সাতকাহন২৪.কম ডেস্ক
স্ট্রোক মস্তিষ্কের রোগ। এর কারণে মস্তিষ্কের কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। সাধারণত বলা হয়, স্ট্রোকে আক্রান্ত ৪০ ভাগ মানুষের মৃত্যু হয় এবং ৩০ ভাগ মানুষ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। সাধারণত মস্তিষ্কের রক্তবাহী নালীর দুর্ঘটনাই হলো স্ট্রোক। এ দুর্ঘটনায় কখনো কখনো রক্তনালী বন্ধ হয়ে যায়। আবার কখনো নালী ফেটে যায়। স্ট্রোকের কিছু কারণ রয়েছে। স্ট্রোকের কারণের বিষয়ে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েবএমডি।
# উচ্চ রক্তচাপ স্ট্রোকের অন্যতম কারণ
# রক্তে বেশি মাত্রায় চর্বি থাকা
# ধূমপান
# স্থূলতা
# তামাক গ্রহণ
# হৃদরোগ
# ডায়াবেটিস
# অলস জীবনযাপন করা
# অতিরিক্ত দুশ্চিন্তা
# ঘুমের সময় নাক ডাকা
# এমন কোনো ওষুধ সেবন, যা রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমিয়ে দেয়
# মস্তিষ্কে প্রদাহ বা জন্মগতভাবে সরু রক্তনালী থাকা
# বংশে এই রোগের ঝুঁকি থাকলে ইত্যাদি কারণে স্ট্রোক হতে পারে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, শান্ত থাকার অভ্যাস, ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান থেকে বিরত থাকা ইত্যাদি স্ট্রোকের ঝুঁকি কমায়। দৈনন্দিন জীবনযাপনে এ ধরনের কিছু নিয়ম মেনে চললে স্ট্রোকের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব।