Friday, June 9, 2023
Homeঅন্যান্যসোমা তাহেরা চৌধুরীর কবিতা 'মাগো আমার মা'

সোমা তাহেরা চৌধুরীর কবিতা ‘মাগো আমার মা’

ধ্রুবতারাটি তুমি মাগো, পথের দিশা দাও,
মাগো তুমি আমার মাঝে নিত্য জেগে রও।
সকল তারার জায়গা বদল রাত্রি অমানিশা,
স্থির তুমি একই স্থানে, নাবিক যে পায় দিশা।

খুব কষ্টে আঁধারে তুমি সন্ধ্যাতারার আলো
দুঃখের কালো অন্ধকারে প্রদীপখানি জ্বালো।
সুখের দিনে আড়ালে তুমি শুকতারাটি হয়ে
দিনের আলোর মাঝে রাখো নিজেরে লুকিয়ে।

মনে পড়ে শিশু বেলাতে ছোট্ট দুইটি হাতে
আপনের চেয়ে আপন তোমায় চেয়েছি ছুঁয়ে যেতে।
তোমার কাছেই কেবল ক্ষুধা-তৃষ্ণা নিবারণ,
গভীর মমতাময়ী মাগো তুমিই আপনজন।
সুখ-দুঃখ বেদনাভারে তোমার আঁচল ছায়া
শান্তি পরশ দেয় বুলিয়ে জুড়িয়ে সকল জ্বালা।

মাগো, তুমি আমার দৃষ্টি থেকে আড়াল হয়ো না,
মাগো, তুমি আমার কাছে থেকে দূরে যেয়ো না।

লেখক : কথা সাহিত্যিক, শিক্ষক ও সমাজসেবক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments