সাতকাহন২৪.কম
সকালবেলা লিপস্টিক দিয়ে ঘর থেকে বের হলেন। কিছুক্ষণ বাদেই রং চটে মলিন। এমন তো হরহামেই ঘটে। অগত্যা আবার ব্যাগ থেকে লিপস্টিক বের করে, ঠোঁটে লাগানো। তবে কিছু কৌশল মেনে চললে কিন্তু সারাদিনই লিপস্টিক নতুনের মতো থাকবে। কৌশলগুলো বাতলেছে আনন্দবাজার।
# লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে ঠোঁট অবশ্যই স্ক্রাব করে নেবেন। গোলাপজল, চিনি ও মধু মিশিয়ে বাড়িতেই স্ক্রাব বানিয়ে ফেলুন। পরে লিপবাম লাগিয়ে লিপস্টিক দিন।
# লিপলাইনার দিয়ে ঠোঁট লাইন করুন। এরপর ওই লাইনারই ঠোঁটে লাগান। শেষে লিপস্টিক পরুন; দীর্ঘস্থায়ী হবে।
# লিপস্টিক লাগানোর আগে প্রাইমার লাগিয়ে নিতে পারেন। কোনো অনুষ্ঠানে যেতে হলে প্রাইমারের জায়গায় ফাউন্ডেশনও লাগানো যেতে পারে।
# লিপস্টিক যেহেতু সরাসরি ঠোঁটকে স্পর্শ করে, তাই ভালো মানের কিনুন। ভালো মান ও ব্র্যান্ডের লিপস্টিক সাধারণ দীর্ঘস্থায়ী হয়।