মা আমার স্নেহময়ী মা
তোমার কথা স্মরী দিবা রাত,
কত যত্নে রেখেছিলে গর্ভে দশ মাস।
পৃথিবীর আলো দেখাবে বলে
ভূমিষ্ঠ হওয়ার পর থেকে,
নানা যন্ত্রণা সয়ে লালন করেছো মোরে।
দুঃখ কষ্টের ছোয়া যেন না লাগে গায়ে
সুখ নিদ্রা ত্যাগ করে নিজেকে বিলিয়ে দিয়ে,
আগলে রেখেছো আমাকে বিপদ এলে ধেয়ে।
লেখাপড়া শিখিয়েছো, শিখিয়েছো
বড়দের সম্মান করতে আদর, স্নেহ
দিতে ছোটদের।
কল্যাণ অকল্যাণ সবই তোমার থেকে শেখা।
দেশকেে ভালবাসতে, মানুষকে ভালবাসতে।
তুমি শিখিয়েছো স্রষ্টার ইবাদত করতে।
তোমার দেয়া শিক্ষা যেন ভুলে না যাই
তোমাকে যেন ভালবাসি চিরকাল
এই দোয়াই চাই তোমার কাছে
তুমি ভালো থেকো, আমার মনের মাঝে
উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে
বেঁচে থাকো তুমি অনন্ত কাল ধরে।