সাতকাহন২৪.কম ডেস্ক
নরসিংদীর মেয়ে সাকিয়া জামানের বাবা ব্যবসা করতেন। তবে এক পর্যায়ে ব্যবসায় ভীষণভাবে লস খান বাবা। যেই মানুষ পকেট ভর্তি টাকা নিয়ে ঘুরতেন, তিনি হয়তো মেয়ের কাছে টাকা ধার চাইতেন। পুরোপুরি গৃহিনী হওয়ার কারণে এই টাকাটাও কখনো কখনো বাবাকে দিতে পারতেন না সাকিয়া। স্বামীর কাছে চাইতেও খুব লজ্জা হতো।
তখন সাকিয়া ভাবতেন, কী করা যায় ? এরই মধ্যে আবার পরপর দুটো সন্তানের গর্ভপাত হয় সাকিয়ার। বিষণ্ণতায় ভীষণভাবে ডুবে যান। এই সময় চিন্তা করলেন, মেকআপ নিয়ে কিছু করা যায় কি না। কারণ, ছোটবেলা থেকেই তাঁর মেকআপের প্রতি ভীষণ আগ্রহ। এরপর উজ্জ্বলায় প্রশিক্ষণ নেন তিনি। বর্তমানে ফ্রি ল্যান্সিং করেই মাসে আয় করছেন, ৫০ হাজার টাকা। উজ্জ্বলার শিক্ষার্থী সাকিয়ার গৃহিনী থেকে একজন কর্মজীবী নারী হয়ে ওঠার পথ চলাটাই জানাবো পাঠকদের।
‘উজ্জ্বলায় কোর্স করি ২০২০ সালে করোনার লকডাউনের সময়। উজ্জ্বলা তখন অনলাইনে ক্লাস নিতো। আমি নরসিংদী থেকে সেই ক্লাসে অংশ নেই। এরপর আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রতিষ্ঠানটি আমার জীবন বদলে দিয়েছে। গৃহিনী থেকে আজ আমি একজন সফল কর্মজীবী নারী ; স্বাবলম্বী। এখন আমি তো নিজের জন্য টাকা রোজগার করতে পারি। পাশাপাশি স্বামীকেও সাহায্য করি’, বলছিলেন সাকিয়া।
‘আমি জীবনে প্রথম আয় করি তিন হাজার টাকা। আমার মা-বাবা দেখে খুব খুশি হন। তবে এর দুইদিন পর আমার বাবা তিনতলার ছাদ থেকে পড়ে মারা যান। বাবা হাসপাতালে ভর্তি থাকার সময় আমার প্রথম আয়ের টাকা তাঁর চিকিতসায় ব্যয় করি। এটা আমার জন্য আনন্দের ছিল। তবে বাবা মারা যাওয়াটা ভীষণ বেদনাদায়ক। তিনি ছিলেন আমার অত্যন্ত প্রিয়জন। একটা কষ্ট রয়ে গেল জীবনে, বাবাকে বাঁচাতে পারিনি।’
ভালো সাজাই, তাই নরসিংদীতে আমার একটি ভালো পরিচিত রয়েছে জানিয়ে সাকিয়া বলেন, ‘একজন নারীর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি। হয়তো তাঁর বাবা বা স্বামীর অনেক টাকা রয়েছে। কিন্তু কে জানে, কখন কার জীবনে কী ঘটবে? তাই, প্রতিটি মেয়ের উচিত অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করা।’
ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে নিজের একটি পার্লার দেওয়ার। নিজেকে বিউটি সেক্টরে আরো যোগ্য হিসেবে দেখতে চান এই নারী।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিল ৭৯তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭