সাতকাহন২৪.কম ডেস্ক
মনোবিশেষজ্ঞদের মতে, সম্পর্ক হলো গাছের মতো। গাছকে যেমন নিয়মিত পানি, সার, আলো দিয়ে পরিচর্যা করতে হয়, সম্পর্কও ঠিক তাই। টিকে থাকতে হলে এরও প্রয়োজন যত্ন, পরিচর্যা। তবে কিছু বিষয় রয়েছে যেগুলো একে ভয়ঙ্করভাবে নষ্ট করে দিতে পারে। সম্পর্ক নষ্ট করে এমন কিছু বিষয়ের কথা জানিয়েছে রিলেশনশিপ বুস্টার।
সহজ ও বিশ্বস্ত না থাকা
যে আপনাকে ভালোবাসে বা আপনার প্রতি যার মনোযোগ শতভাগ, সেই মানুষটির সঙ্গে কপটতা করলে কিন্তু ক্ষতিটা আপনারই। সম্পর্কের ভেতর ‘গেইম’ না ঢুকিয়ে একে সহজ করুন। সম্পর্কে বিশ্বস্ত থাকুন।
প্রশংসা না করা
সঙ্গী হয়তো আপনার জন্য একটি বেলি ফুলের মালা নিয়ে এলো বা আপনার পছন্দের কোনো খাবার রান্না করলো- তাকে প্রশংসা করুন। বেশিরভাগ সময়ই তার চরিত্রের ইতিবাচক দিকগুলো তুলে ধরুন। বার বার নেতিবাচক কথা বলা বা দোষারোপ করতে থাকা সম্পর্ককে কখনোই সুন্দর বা মজবুত করে না।
সবার সামনে সঙ্গীকে নিয়ে হাসা-হাসি নয়
যেই মানুষটির সঙ্গে আপনি অনেকটা সময় কাটান, সেই মানুষটি আপনার সুখ, দুঃখের সময়টায় পাশে থাকার চেষ্টা করে, তাকে নিয়ে অন্যের সামনে সমালোচনা করতে যাবেন না। সেই মানুষটির আত্মসম্মানহানী হয়, এমন কোনো কাজ করা থেকে বিরত থাকুন।
অন্যের সঙ্গে নিজের সম্পর্কের তুলনা নয়
প্রত্যেক মানুষ যেমন ভিন্ন, তাদের সম্পর্কের ধরন, বাঁকগুলোও আলাদা। তাই নিজের সঙ্গে অন্যের সম্পর্কের তুলনা করে অযথা বিষয়টিকে জটিল না করাই বুদ্ধিমানের।