Tuesday, October 8, 2024
spot_img
Homeজীবনের খুঁটিনাটিসম্পর্কে দূরত্ব বাড়ছে? লক্ষণগুলো জেনে নিন

সম্পর্কে দূরত্ব বাড়ছে? লক্ষণগুলো জেনে নিন

ফিচার ডেস্ক

সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, বিশ্বাস ও বোঝাপড়ার ওপর। তবে টানা একসঙ্গে কাটানোর পর সম্পর্ক কখনো কখনো যেন একঘেয়ে হয়ে ওঠে। শুরু হয় একটুতে রেগে যাওয়া, চেঁচামেচি, মনোমালিন্য। দ্রুত এর সমাধানের উদ্যোগ না নিলে সম্পর্ক গড়ায় ভাঙনের পথে। সম্পর্কে দূরত্ব বাড়ার কিছু লক্ষণের বিষয়ে জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। লক্ষণগুলো জেনে নিন।

সঙ্গীর প্রতি যত্নহীনতা
সম্পর্ক শুরুর দিকে বেশির ভাগই সঙ্গীর প্রতি যত্নশীল থাকে। তবে ধীরে ধীরে অনেকের ক্ষেত্রে যত্ন নেওয়ার বিষয়টিতে ঘাটতি হতে দেখা যায়। কাজের চাপে এমন হলে চেষ্টা করুন নিজেদের কোয়ালিটি টাইম বের করার। তবে যদি মনে হয় সঙ্গীর কাছে আপনার গুরুত্ব কমে যাচ্ছে, তাহলে আলোচনা করুন, সমস্যা সমাধানের পথ খুঁজুন। প্রয়োজনে ম্যারিজ কাউন্সিলরের সাহায্য নেওয়া যেতে পারে।

ভালোবাসা কমে যাওয়া
একটি গাছকে বাঁচিয়ে রাখতে হলে যেমন এর যত্ন নিতে হয়, সম্পর্কের ক্ষেত্রেও বিষয়টি এমন। সম্পর্ক সুন্দর রাখতে প্রতিদিন এর যত্ন জরুরি। শুরুর দিকে একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে অনুভূতির তীব্রতা যেন কমতে থাকে। এমনটি হলে কিন্তু অশনিসংকেত। সম্পর্ক সচল রাখতে সঙ্গীর প্রতি ভালোবাসার প্রকাশ সবসময়ই জরুরি।

ভুল বোঝাবুঝি বাড়া
সম্পর্কে ফাটল ধরার একটি অন্যতম কারণ ভুল বোঝাবুঝি। বোঝাপড়া ভালো হলে মনোমালিন্য হওয়ার পরও সম্পর্ক মজবুত রাখতে সমস্যা হয় না।
এ সমস্যা সমাধানের জন্য এক অপরের সঙ্গে প্রাণ খুলে কথা বলুন। অপরকে আঘাত না করে নিজের অনুভূতি প্রকাশ করলে ভুল বোঝাবুঝি দূর হতে সাহায্য হয়।

মানসিক সংযোগের ঘাটতি
সম্পর্ক সুস্থ-সুন্দর রাখতে মানসিক সংযোগের বিকল্প নেই। আর মানসিক সংযোগ কমতে থাকলে সম্পর্ক প্রাণহীন, ম্লান হয়ে পড়ে; টান কমতে থাকে একে অপরের প্রতি। এসব লক্ষণ দেখলে সঙ্গীর সঙ্গে আলোচনা করুন। বেশি তিক্ততায় যাওয়ার আগে সমাধানের পথ পেয়ে যাবেন নিশ্চয়ই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments