Monday, January 20, 2025
spot_img
Homeজীবনের খুঁটিনাটিসফল উদ্যোক্তা হয়ে আলো ছড়াচ্ছেন জোছনা

সফল উদ্যোক্তা হয়ে আলো ছড়াচ্ছেন জোছনা

সাতকাহন২৪.কম ডেস্ক

‘একটা সময় পার্লার ব্যবসায় মানুষ মনে করতো, মেকআপই মূল কাজ। তবে বর্তমানে পার্লারে কাজ দুটো ভাগে ভাগ হয়ে গেছে । একটি স্যালন আইটেম, আর একটি মেকআপ আইটেম। আমি মূলত কাজ করছি চুল ও ত্বক নিয়ে। হারবাল চিকিৎসা ও অত্যাধুনিক মাস্যাজ নিয়ে। আমি আমার সেক্টরে বেশ ভালো কাজ করছি ‘,বলছিলেন ঢাকাবাসী জোছনা আক্তার ঐশী।

উজ্জ্বলা থেকে বিউটিফিকেশনের ওপর কোর্স করে বর্তমানে পার্লার দিয়ে জােছনা প্রতি মাসে আয় করছেন ৪০ থেকে ৬০ হাজার টাকা। মিরপুর, রূপনগর আবাসিকে অবস্থিত তাঁর পার্লার ‘ঐশী বিউটি সেলুন’- এ স্যালন ও মেকআপ দুটো বিষয় নিয়েই কাজ করা হয়। সেখানে কর্মরত রয়েছে আরো চারজন মেয়ে।

জোছনা একজন স্বাবলম্বী নারী ও উদ্যোক্তা তো হয়েছেনই, পাশাপাশি অন্য নারীর কর্মসংস্থানেও কাজ করছেন। জোছনা বলেন, ‘ আমার কাছে সবসময় মনে হয়েছে বিউটিফিকেশন পেশা হিসেবে আমার জন্য নিরাপদ। এখানে আমি আমার মতো করে কাজ করতে পারবো। আমি মনে করি, উদ্যোক্তা হওয়া নারীদের জন্য খুব ভালো একটি বিষয়। বর্তমানের নারীকে যেহেতু একাধারে পরিবার ও অফিস সামলাতে হয়, তাই সে বিউটিফিকেশনের ওপর প্রশিক্ষণ নিয়ে বিউটি আর্টিস্ট হতে পারে। এতে সে স্বাধীনভাবে কাজ করতে পারবে। আর নিজের ব্যবসা হওয়ায় পরিবার ও কাজ দুটো একসঙ্গে সামলানো সহজ হবে।’

ছবি : জোছনা আক্তার ঐশী
ছবি : জোছনা আক্তার ঐশী

‘উজ্জ্বলা থেকে ২০১৯ সালে বিউটিফিকেশনের ওপর কোর্স শুরু করি আমি। ধীরে ধীরে তাদের সবগুলো কোর্স শেষ করেছি। উজ্জলার থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক লাভবান হয়েছি। এখানে হাতে কলমে শেখানো হয়। একটা প্রতিষ্ঠান চালানোর জন্য এইটা বড় ভূমিকা রাখে বলে আমার মনে হয়’, বলছিলেন জোছনা।

নিজের স্যালন নিয়ে কোভিডের সময়টায় খুব হিমশিম খেতে হয়েছিল জোছনার। ঠিকমতো ক্লাইন্ট পাচ্ছিলেন না। ব্যবসার ভীষণ মন্দা অবস্থা গেছে। তবে সেই জায়গা থেকে উঠে দাঁড়িয়েছেন তিনি। বলছিলেন, ‘যেকোনো ব্যবসাতেই চড়াই-উৎড়াই থাকবে। এটি মাথায় রেখেই ব্যবসা করতে হয়। হতাশ হলে চলে না। লেগে থাকতে হয়। আর এখন পরিস্থিতি ঠিকও হয়ে গেছে।’

ছবি : জোছনা আক্তার ঐশী
ছবি : জোছনা আক্তার ঐশী

ভবিষ্যতে নিজের পার্লারকে আরো বড় পরিসরে সাজাতে চান জোছনা। আগামী জানুয়ারি মাস থেকে পার্লারের পাশাপাশি একটি জিম সেক্টরও শুরু করছেন। জোসনা বলেন, ‘স্বপ্ন দেখতে হয়। এটি মানুষকে বাঁচিয়ে রাখে। আমি আরো সফল একজন উদ্যোক্তা হবো, এই স্বপ্নই দেখে যাই।’

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিল ৭৫তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

ফোন : ০১৩২৪৭৩৪১৫৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments