সাতকাহন২৪.কম ডেস্ক
দাম্পত্য হোক বা প্রেম- বিশ্বাস, শ্রদ্ধা, আস্থা যেকোনো সম্পর্কেরই ভিত। একটি সুস্থ সম্পর্ক টিকে থাকে একে অপরের প্রতি বিশ্বাসেরর উপর। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এমন কিছু লক্ষণের কথা যেগুলো দেখলে বোঝা যাবে সঙ্গী বিশ্বস্ত কি না।
ধারাবাহিকতা
বিশ্বস্ত সঙ্গীর কথা ও কাজ একই রকম। সবসময় তার মধ্যে এক ধরনের ধারাবাহিকতা দেখা যায়। এমনকি আপনি নয়, অন্য মানুষের সঙ্গেও তাঁর আচরণ একই রকম।
বিনয়ী
বিশ্বাসী মানুষ অন্যের প্রতি আচরণে বিনয়ী। সে যখন কথা বলবে তার মধ্যে একধরনের আন্তরিকতা থাকবে। এবং এই আন্তরিকতা ধারাবাহিক হবে।
সীমা
বিশ্বাসী সঙ্গী অন্যের সঙ্গে কথা বলা, মেশার ক্ষেত্রে নিজের সীমা বজায় রাখে।
ছাড় দেওয়া
বিশ্বাসী সঙ্গীর ছাড় দেওয়ার মানসিকতা থাকে। একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে ছাড় দিতে পারাটা যেকোনো সম্পর্কেই একটি অন্যতম গুণ।
কৃতজ্ঞতা
একজন মানুষ আপনার জন্য নিজের সময় থেকে সময় বের করছেন, আপনার যত্ন নিচ্ছেন, আর সেটি হয়তো আপনি গুরুত্বই দিচ্ছেন না। এমন হলে তো চলে না। আপনি একজন বিশ্বাসী, আস্থার মানুষ তখনই হয়ে উঠতে পারবেন যখন অন্যের ভালো কাজের প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ থাকবেন।