Thursday, February 13, 2025
spot_img
Homeজীবনের খুঁটিনাটিসঙ্গীকে কখনোই বলবেন না ৩ কথা

সঙ্গীকে কখনোই বলবেন না ৩ কথা

ফিচার ডেস্ক

প্রেম, ভালোবাসা, ঝগড়া দাম্পত্য জীবনের প্রাত্যহিক অংশ। তবে সারাক্ষণ একে অপরের ভুলত্রুটি ধরতে থাকলে কিন্তু সম্পর্ক ফিকে হয়ে আসে। ছোট ছোট বিতর্কও তখন বড় ঝগড়ায় রূপ নেয়।

তবে মনোমালিন্য যত বড় রূপ ধারণই করুক না কেন, কিছু কথা কিন্তু সঙ্গীকে কখনোই বলা সঠিক নয়। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই দিয়েছে এমনই এক তালিকা, যা রাগের মাথায়ও সঙ্গীকে না বলাই ভালো।

১. থামো, আমাকে বলতে দাও
ঝগড়া দুই পক্ষ থেকেই হয়। ভুলত্রুটি কখনো কারো বেশি, কখনো কম। তবে সব সময় একজনেরই ভুল হতে পারে না। হতে পারে আপনাদের দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা, এরপরও তাকে কথা বলার সুযোগ দিন এবং কী বলতে চায় শুনুন।

২. সব তোমার দোষ
দোষ কখনো কারো একার হতে পারে না। দাম্পত্য কলহ তৈরিতে অল্পবিস্তর সবারই দোষ থাকে। তাই একজনকে সব সময় দোষারোপ না করে বোঝাপড়ার মাধ্যমে বিষয়টি সমাধান করাই শ্রেয়।

৩. তুমি বদলে গেছ
তুমি বদলে গেছ, আগের মতো নেই—ঝগড়ার সময় এ ধরনের কথা বলা থেকে বিরত থাকুন। আপনারা দুজন নিজেদের সম্মতিতেই সম্পর্কে জড়িয়েছেন। তাই এমন কোনো বা শব্দ ব্যবহার না করাই ভালো, যেগুলো আপনাদের ভেতর শ্রদ্ধা ও সহনশীলতা নষ্ট করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments