Wednesday, December 11, 2024
spot_img
Homeজীবনের খুঁটিনাটিশেষ মুহূর্তে ঈদের পোশাক

শেষ মুহূর্তে ঈদের পোশাক

সাতকাহন২৪.কম ডেস্ক
ঈদ- উল- আজহা দোরগোড়ায়। এই ঈদে সাধারণত কোরবানির পশু কেনা নিয়ে এতো ব্যস্ত থাকে অনেকে, পোশাক কেনাকাটার দিকটাতে তেমন মনোযোগী হয় না। তবু ঈদ বলে কথা! টুকটাক কেনাকাটা তো করতেই হয়।

শেষ মুহূর্তে ঈদের পোশাকে মেয়েদের জন্য পাবেন ফিউশন, এ লাইন, আংরাখা, রেট্রো, কাট বেইসড সহ বৈচিত্র্যময় নানা প্যাটার্নের সালোয়ার কামিজ। রয়েছে টপস্, টিউনিক, শ্রাগ, কাফটান, ডাবল লেয়ারড সালোয়ার কামিজ, ডাবল লেয়ারড কুর্তি, লং-কুর্তি, রেগুলার কুর্তি, প্যান্ট সহ টপস, টপস-স্কার্ট, টপস-পালাজো সেট, বিভিন্ন প্যাটার্নের প্যান্ট ইত্যাদি।

ছবি : কে ক্র্যাফট
ছবি : কে ক্র্যাফট

ঈদকে সামনে রেখে ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট-এর রয়েছে বৈচিত্র্যময় আয়োজন। কে ক্র্যাফট-এর স্বত্বাধিকারী খালিদ মাহমুদ জানান, এবার বিভিন্ন মোটিফের বিচিত্র ব্যবহার তুলে ধরা হয়েছে পোশাকে। অরনামেন্টেড ফ্লোরাল, ফ্লোরাল, ট্র্যাডিশনাল, হেরিটেজ, কাঁথা স্টিচ, ট্রাইবাল, জিওমেট্রিক, মডার্ন, ফোক, জামদানি, মুঘলিও আর্ট, কুইলট, কাশ্মীরি মোটিফের অনুপ্রেরণায় করা হয়েছে এবারের পোশাক। রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছে মেরুন, রেড, ক্রিমসন রেড, পেস্ট, ব্ল্যাক, টারকুইস, নেভি, অরেঞ্জ, পিচ, আপ্রিকট, কোরাল পিঙ্ক, লাইট পিঙ্ক, অ্যাশ, অলিভ, গ্রিন, অ্যাকুয়া গ্রিন, ভায়োলেট, ল্যাভেন্ডার, ব্রাউন, হওয়াইট, অফ- হওয়াইট, সিলভার, ইন্ডিগো, ম্যাজেন্টা, মাস্টার্ড ইয়েলো সহ বিভিন্ন রঙ।

এবারের ঈদ পোশাকের ডিজাইন ও থিম প্রসঙ্গে রঙ বাংলাদেশ-এর প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, ‘ঈদ পোশাকের নকশায় গুরুত্ব পেয়েছে একাধিক পাখির রং এবং পাখির বিভিন্ন মোটিফ। এর সঙ্গে রাখা হয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও ধর্মীয় আবহর সঙ্গে সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডের সমন্বয়।’

ছবি : রঙ বাংলাদেশ
ছবি : রঙ বাংলাদেশ

উৎসবভিত্তিক পরিবেশে স্বস্তিকে প্রাধান্য দিয়ে পোশাকের ফ্যাব্রিক হিসেবে পাবেন- কটন, জর্জেট, লিনেন, সিল্ক, হাফ সিল্ক, জয়শ্রী সিল্ক, ডুপিয়ন সিল্ক, সুইস কটন, মসলিন, হ্যান্ডলুম কটন, টু-টোন, সাটিন ইত্যাদি। এ ছাড়া শাড়ির নকশায়ও রয়েছে বৈচিত্র্য। পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, অ্যামব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।

ছেলেদের জন্য পাবেন রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়াও রয়েছে কাট বেইসড এক রঙা পাঞ্জাবি। সঙ্গে অনুষঙ্গ হিসেবে বেছে নিতে পারেন কাতান, সিল্ক ও কটন কাপড়ে হালকা ও ভারী প্রিন্ট করা কটি। পাওয়া যাবে শেরওয়ানি, স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া, পলো শার্ট ও টি শার্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments