Thursday, February 13, 2025
spot_img
Homeঅন্যান্যশুরু হচ্ছে ‘হার-ই-ট্রেড’-এর ৬ষ্ঠ অফলাইন মেলা

শুরু হচ্ছে ‘হার-ই-ট্রেড’-এর ৬ষ্ঠ অফলাইন মেলা

সাতকাহন২৪.কম ডেস্ক

‘উৎসবে এবার দুই ধরন—ঈদ ও বর্ষবরণ’ এই শিরোনামে ষষ্ঠ অফলাইন প্রদর্শনী ও মেলার আয়োজন করেছে ফেসবুকভিত্তিক উদ্যোক্তা সংস্থা ‘হার-ই-ট্রেড’।

আগামী ৭ ও ৮ এপ্রিল দুইদিনব্যাপী ঢাকার ধানমন্ডি ২৭-এর মাইডাস সেন্টারে মোট ৬০ জন নারী উদ্যোক্তার তৈরি দেশীয় পণ্য নিয়ে এই প্রদর্শনী ও মেলার আয়োজন হতে যাচ্ছে।

প্রদর্শনী ও মেলার উদ্বোধনী দিন ৭ এপ্রিল দুপুর ১২টায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ এবং প্রখ্যাত অভিনেতা, লেখক ও শিল্পী আফজাল হোসেন ও তার সহধর্মিণী তাজীন হালিম।

সমাপনী দিন ৮ এপ্রিল দুপুর ১২টায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী ও মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments