সাতকাহন২৪.কম ডেস্ক
উত্তরের বাতাস বইছে। শীত আসছে। শীতে কাবু না হতে চাইলে আগে থেকেই সোয়েটার, উলের পোশাকগুলো বের করে রাখা জরুরি। তবে দীর্ঘদিন আলমারি বা বাক্সবন্দি হওয়ার কারণে এসব পোশাক পরার আগে বাড়তি যত্ন নিতে হয়। উলের পোশাকের যত্নআত্তির বিষয়ে কিছু পরামর্শ জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট স্টাইল কাস্টার।
# শীত জাঁকিয়ে পড়ার আগে আলমারি থেকে পোশাক বের করে ফেলুন। তবে বের করেই পরতে যাবেন না। অন্তত দুই থেকে তিন দিন রোদে শুকান। না হলে স্যাঁত স্যাঁতেভাব থেকে যাবে। আবার পোশাকে থাকা মাইট থেকে অ্যালার্জির সমস্যা হওয়ারও আশঙ্কা থাকবে।
# পোশাকে কোনো দাগ থাকলে টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিন।
# রোদে দেওয়ার দুই থেকে তিন দিন পর পোশাকগুলো ধুবেন। তবে ধোয়ার ক্ষেত্রে খুব ক্ষার জাতীয় সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করবেন না। কম ক্ষারযুক্ত ডিটারজেন্ট বা শ্যাম্পু ব্যবহার করুন। এতে উলের পোশাক ভালো থাকবে।
# এ ধরনের পোশাক দড়িতে টাঙিয়ে শুকানো ভালো। এতে শেপ ঠিকঠাক থাকে। হ্যাঙ্গারে টাঙিয়েও শুকাতে পারেন।
# উলের পোশাক ধোয়ার সময় অবশ্যই উল্টো করে ধোবেন। শুকানোর ক্ষেত্রেও বিষয়টি এমন। তাহলে রং দ্রুত নষ্ট হবে না।
# উলের কাপড়ে লোম বা সুতা বেশি থাকলে ব্রাশ দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিন।
# এ ধরনের পোশাক কখনো ড্রাই ক্লিন করতে যাবেন না। এতে পোশাক দ্রুতই নষ্ট হয়ে যায়।