সোনিয়া খান
শীতে যেহেতু ত্বক শুষ্ক হয়ে যায়, আর্দ্রতা হারায়, তাই মেকআপের আগে ভালোভাবে ময়েশ্চারাইজার করে নিতে হবে। যাদের তৈলাক্ত ত্বক, তাদের ক্ষেত্রে ঝামেলা অনেকটা কম পোহাতে হয়। তবুও ময়েশ্চারাইজার করে নেওয়া জরুরি।
শুষ্ক ত্বকের ক্ষেত্রে ভালোভাবে পরিষ্কার করে অ্যালকোহল ফ্রি টোনার ইউজ করবেন। এরপর যেকোনো ফেস অয়েল মুখে মেখে দুই মিনিট ম্যাসাজ করতে হবে। এবার ময়েশ্চারাইজার ব্যবহার করে মেকআপ শুরু করুন।
শীতের কারণে অনেকেই পানি কম পান করে। এতে শীতকালে আমাদের ত্বক পানিশূন্য হয়ে পড়ে। তাই পর্যাপ্ত পানি পান করতে হবে। এতে ত্বক ভালো থাকবে। ত্বক ভালো থাকলে অল্প মেকআপেই সুন্দর লাগে। পাশাপাশি ত্বকের যত্নে একটি রুটিন মেনে চলুন।
শীতের সময় হালকা মেকআপই করুন। এখন এই ধরনের মেকআপেরই চল। আর এটি দেখতেও ভালো লাগে। অনুষ্ঠানের জন্য ভিন্নরকম লুক পেতে খুব গাঢ় লিপস্টিক ব্যবহার করলে চোখের মেকআপটা হালকা হবে। একটা কিংবা দুটো আইশ্যাডো ব্যবহার করে একটু আইলাইনার টেনে নিতে পারেন। এই ক্ষেত্রে বেইজ মেকআপটা হালকা হবে। খুব বেশি পাউডার ব্যবহার করবেন না, অতিরিক্ত পাউডার ত্বককে শুষ্ক করে দেয়। মেকআপ-এ ডুই একটা ভাব রাখার চেষ্টা করুন।
শীতকালে চেষ্টা করবেন ময়েশ্চারাইজারযুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে। লিকুইড ফাউন্ডেশন, হাইলাইটার, ব্লাশন ব্যবহার করা যেতে পারে। খুবই অল্প লুজপাউডার/ডাস্ট পাউডার দিয়ে ফেসটাকে সেট করবেন, যেনো এদিক সেদিক ছড়িয়ে না যায়। পাউডার বেশি ব্যবহার না করাই ভালো।
ময়েশ্চারাইজার এর ক্ষেত্রে বর্তমানে এমব্রেলিসের ময়েশ্চারাইজার অধিকাংশ আর্টিস্টদের পছন্দের তালিকায় রয়েছে। যেটা সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে শুষ্ক ত্বকে একটু বেশি পরিমাণে এবং তৈলাক্ত ত্বকে একটু কম পরিমাণে ব্যবহার করতে হয়।
এ ছাড়া শুষ্ক ত্বকে সিটাফিল ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। সব ধরনের ত্বকের জন্য নিভিয়া সফ্ট ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে।
লেখক : রূপ বিশেষজ্ঞ
অণুলিখন
অপরাজিতা অরু