সাতকাহন২৪.কম ডেস্ক
আমাদের চেহারার চেয়ে ঠোঁটের ত্বক একটু বেশি স্পর্শকাতর। আর শীতে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় বেশিরভাগেরই ঠোঁট ফাটার প্রবণতা বাড়ে। তবে এটি খুব জটিল কোনো সমস্যা নয়। কয়েকটি ছোট বিষয় মেনে চললেই শীতে এই সমস্যা থেকে রেহাই মেলে। শীতে ঠোঁট ফাঁটা প্রতিরোধের কিছু উপায় বাতলেছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট আবরেভা।
লিপ বাম ব্যবহার
শীতে ঠোঁট ফাঁটা থেকে রেহাই পেতে নিয়মিত লিপ বাম ব্যবহার করুন। এটি ঠোঁটের শুষ্কতা দূর করবে এবং আর্দ্রতা ঠিকঠাক রাখবে। এ ক্ষেত্রে গন্ধ মুক্ত ও হাইপোঅ্যালার্জেটিক লিপ বাম ব্যবহারের চেষ্টা করুন।
পানি পান করুন
শীতে অনেকেই পানি কম পান করেন। শীত শীত লাগে বলে অনেকেই ভাবেন পানি পান না করলেও চলবে। তবে বিষয়টি খুব ভুল। শীতেও ভীষণ পানিশূন্যতা হতে পারে। আর এই পানিশূন্যতা ঠোঁট ও ত্বক শুষ্ক করে দেওয়ার অন্যতম কারণ। তাই পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।
এসপিএফ ৩০ যুক্ত লিপ বাম
এমন লিপ বাম ব্যবহার করুন যা সূর্যের বেগুণী রশ্মি থেকে আপনার ত্বককে সুরক্ষা দেবে। সূর্যের ক্ষতিকর বেগুণী রশ্মি ত্বককে কালো করে দেয়। ঠোঁটকে এ থেকে রেহাই দিতে এসপিএফ ৩০ যুক্ত লিপ বাম ব্যবহার করুন।
মৃতকোষ দূর
ঠোঁটকে সুরক্ষিত রাখতে মৃতকোষ দূর করুন। মধু ও চিনি মিশিয়ে এক মিনিট ঠোঁটে মাখুন। এরপর ধুয়ে ফেলুন। এতে মৃতকোষ দূর হবে। ঠোঁট থাকবে সুন্দর, আকর্ষণীয়।