সাতকাহন২৪.কম
গায়ে গরম পোশাক জড়িয়ে, এককাপ কফি নিয়ে জানালার পাশে এসে শীতের দিন রোদ পোহানো আপনার জন্য হয়তো উপভোগ্য হতে পারে। তবে আপনার চুলের জন্য নয়। শীত মানেই খুশকি, আগা ফাঁটাসহ চুলের বিভিন্ন সমস্যা। এসব সমস্যা থেকে রেহাই পেতে এ সময় কয়েকটি বিষয় মেনে চলা খুব জরুরি।
তেল দিন
শীতে মাথার ত্বক শুষ্ক ও খসখসে হয়ে পড়ে। এ থেকে অনেক সময় খুশকি বেড়ে যায় এবং চুল ঝরতে শুরু করে। এই সমস্যা থেকে রেহাই পেতে নিয়মিত তেল দিয়ে ম্যাসাজ করুন। এটি চুলকে আর্দ্র রাখতে সাহায্য করে। এ ক্ষেত্রে নারকেল, জলপাই বা আমলকির তেল ব্যবহার করতে পারেন।
ঘন ঘন চুলে শ্যাম্পু নয়
অনেকে প্রায় প্রতিদিনই চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন। কাজটি করা থেকে বিরত থাকুন। প্রতিদিনই শ্যাম্পু ব্যবহার করলে চুলে থাকা প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। এতে চুল খসখসে হয়ে পড়ে। সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি শ্যাম্পু করা থেকে বিরত থাকতে বলেন চর্মরোগ বিশেষজ্ঞরা।
সঠিক উপায়ে কন্ডিশনার ব্যবহার করুন
কন্ডিশনার ব্যবহার চুলকে কোমল, মসৃণ রাখে। শীতে ঠান্ডার ভয়ে অনেকে শ্যাম্পু করার পর আর কন্ডিশনার ব্যবহার করতে চায় না। এতে চুল ক্ষতিগ্রস্ত হয়। চুল ধোয়ার পর জলপাইয়ের তেল, জোজবা তেল, সিয়া বাটার সমৃদ্ধ কন্ডিশনার ব্যবহার করুন। এসব উপাদান শীতে চুল ভালো রাখতে সাহায্য করে।
ভেজা চুলে বের হবেন না
গোসলের পর পরই চুল না মুছে বা ভেজা অবস্থায় বাহিরে বের হবেন না। এতে ঠান্ডা আবহাওয়া চুলকে আরো ভঙ্গুর করে দেয় এবং রঙ নষ্ট করে। ঘরের বাহিরে বের হলে অবশ্যই চুল শুকিয়ে বের হোন। পাশাপাশি অবশ্যই মাথা ঢেকে বের হতে হবে। এতে ধুলাবালি, দূষণ থেকে চুল সুরক্ষা পাবে।
সূত্র : স্টাইলক্রেজ ডটকম