সাতকাহন২৪.কম
বসন্ত চলে এসেছে। বসন্ত আসা মানেই শীতের পোশাকের বিদায়। শীতের পোশাকগুলো বসন্তের অধিকাংশ সময়ই ব্যবহার হয় না। অযত্নে রাখলে পোশাকগুলো তাই নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। শীতপোশাক আলমারিতে তুলে রাখার আগে কিছু বিষয় খেয়াল রাখা বেশ জরুরি।
# শরীর থেকে বের হওয়া তৈলাক্ত পদার্থ খালি চোখে দেখা যায় না। এগুলো পোশাকের ক্ষতি করে। শীতপোশাক আলমারিতে তুলে রাখার আগে অবশ্যই ধুয়ে নিন। না পারলে অন্তত ড্রাইওয়াশ করুন।
# আর্দ্র বা স্যাঁতসেঁতে জায়গা শীতপোশাকের জন্য ক্ষতিকর। এ ধরনের জায়গায় কাপড় রাখবেন না। একটি পোশাক থেকে আরেকটি পোশাকে ভাঁজে টিস্যু পেপার দিয়ে রাখতে পারেন। এতে আর্দ্রতা কমবে।
# পোশাক আলমারিতে তোলার সময় একটু ল্যাভেন্ডার অয়েল দিয়ে রাখতে পারেন। এটি দুর্গন্ধ প্রতিরোধ করবে।
# শীতপোশাক ঝুলিয়ে না রেখে ভাঁজ করে রাখুন। ঝুলিয়ে রাখলে উল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া ভারী পোশাকগুলো আলাদাভাবে প্লাস্টিকের ব্যাগে করে রাখতে পারেন।
সূত্র : আনন্দবাজার